২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

বিএনপির আরও দুই প্রার্থীর নির্বাচন আটকে গেল

ফারুক কবির আহমেদ ও আবদুল আজিজ
ফারুক কবির আহমেদ ও আবদুল আজিজ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির আরও দুই প্রার্থীর নির্বাচনের পথ আটকে গেল। তাঁরা হলেন গাইবান্ধা-৪ আসনের বিএনপির প্রার্থী ফারুক কবির আহমেদ ও নাটোর-৪ আসনের আবদুল আজিজ। ওই দুই আসনের আওয়ামী লীগের প্রার্থীদের করা পৃথক রিটের পরিপ্রেক্ষিতে আজ বুধবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে থেকে ওই দুজনের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের বৈধতা চ্যালেঞ্জ করে গাইবান্ধা-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী মনোয়ার হোসেন চৌধুরী ও নাটোর-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী মো. আবদুল কুদ্দুস পৃথক রিট করেন।

আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক, সঙ্গে ছিলেন আইনজীবী সৈয়দা নাসরিন।

পরে আইনজীবী সৈয়দা নাসরিন প্রথম আলোকে বলেন, ওই দুই প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণার সিদ্ধান্ত হাইকোর্ট স্থগিত করেছেন। এ কারণে তাঁরা নির্বাচনে অংশ নিতে পারবেন না।

এর আগে আজ সকালে নরসিংদী-৩ আসনের বিএনপি প্রার্থী মনজুর এলাহীর মনোনয়নপত্র বৈধ ঘোষণার সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। এ কারণে তিনিও নির্বাচনে অংশ নিতে পারছেন না।