বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসবে বঙ্গবন্ধু স্মারক পাচ্ছেন চট্টগ্রামের তিনজন
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে ঘিরে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের আয়োজনে বৃহস্পতিবার শুরু হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসব। এ উৎসবে প্রথমবারের মতো ৫০ আবৃত্তিকার ও ৫ প্রতিষ্ঠানকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব আবৃত্তি পদক’ দেওয়া হবে। এর মধ্যে চট্টগ্রামের তিনজন রয়েছেন।
আজ সোমবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের যুগ্ম সম্পাদক রাশেদ হাসান। সেখানে আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক দেবাশিস রুদ্র, নির্বাহী সদস্য মশরুর হোসেন, সেলিম রেজা, তাসকিয়াতুন নূর প্রমুখ।
লিখিত বক্তব্যে রাশেদ হাসান বলেন, ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে দুই দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন ও পদক প্রদান করবেন। ‘জন্মের সুবর্ণে জাগো সম্প্রতির স্বরে মুক্তির ডাক দেয় পিতা আজও ঘরে ঘরে’ স্লোগানে সারা দেশের চার হাজার আবৃত্তিশিল্পী ও সংগঠক এ উৎসবে অংশ নিচ্ছেন। তারই ধারাবাহিকতায় ২৭ ও ২৮ জানুয়ারি চট্টগ্রামেও আবৃত্তি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় আবৃত্তিশিল্পীরা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পরিচালিত অনলাইন উদ্বোধনী আয়োজনে চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলনকক্ষের মাধ্যমে যুক্ত হবেন। পরদিন শুক্রবার বিকেল চারটায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে চট্টগ্রামের আবৃত্তি সংগঠনগুলোর অংশগ্রহণে আবৃত্তি পরিবেশিত হবে।
চট্টগ্রামের অধীন চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার ও ফেনীর আবৃত্তি সংগঠনগুলোর প্রায় ৫৫০ আবৃত্তিশিল্পী নিজ নিজ জেলায় এ উৎসবে অংশ নেবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। প্রথমবারের মতো এ আয়োজনে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় আবৃত্তি পদক’ দেওয়া হবে। উৎসবে চট্টগ্রামের তিন গুণী শিল্পীকে বঙ্গবন্ধু আবৃত্তি স্মারক দেওয়া হবে। তাঁরা হলেন মৃণাল সরকার (মরণোত্তর), রনজিৎ রক্ষিত (মরণোত্তর) এবং রাশেদ হাসান।
এর পর থেকে প্রতিবছর ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে এ পদক দেওয়া হবে। করোনার কারণে স্বাস্থ্যবিধি প্রতিপালনের জন্য জনসমাগম যাতে ১০০ জনের বেশি না হয়, সে জন্য ধাপে ধাপে আবৃত্তিশিল্পীদের অনুষ্ঠানে যুক্ত করা হবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে শিল্পকলা একাডেমিতে উদ্বোধনী অনুষ্ঠানে পরিষদের সভাপতি সাংসদ আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী দীপু মনি এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।