পটুয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত
পটুয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নাঈম হোসেন (২৩) ও কাসেম প্যাদা (২৬) নামের দুই বন্ধু নিহত হয়েছেন। আজ বুধবার ভোরে শহরের পক্ষিয়া এলাকার পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাঈম পটুয়াখালীর গলাচিপার চরবিশ্বাস ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য দেলোয়ার হোসেনের ছেলে। আর কাসেম সদর উপজেলার আউরিয়াপুর ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের আবুল হোসেন প্যাদার ছেলে।
নিহত কাসেম প্যাদার ছোট ভাই আনোয়ার প্যাদা বলেন, তাঁর ভাই পটুয়াখালী শহরের একটি ধানকলে কাজ করতেন। গতকাল মঙ্গলবার রাতে বন্ধু নাঈমকে নিয়ে বাড়িতে আসেন কাসেম। আজ ভোরে দুই বন্ধু মোটরসাইকেলে করে পটুয়াখালীতে কর্মস্থলে রওনা দেন। ভোর সোয়া পাঁচটার দিকে পক্ষিয়া এলাকার মহাসড়ক অতিক্রমকালে চালক কাসেম নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে দুই বন্ধু সড়কের ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ পটুয়াখালী ২৫০ শয্যার হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।