নির্বাচনে ১২ প্রার্থীর ভোট পাঁচ শয়ের নিচে
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজারের চারটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন ২৯ জন প্রার্থী। এর মধ্যে জামানত বাজেয়াপ্ত হচ্ছে ২২ জন প্রার্থীর। প্রাপ্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোটও না পাওয়ায় প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হচ্ছে। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কামাল হোসেন এর সত্যতা নিশ্চিত করেন। জামানত বাজেয়াপ্ত হওয়া প্রার্থীদের মধ্যে ১২ জনের ভোট পাঁচ শয়ের নিচে।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে প্রার্থী ছিলেন আটজন। এর মধ্যে আওয়ামী লীগ ও ধানের শীষের প্রার্থী ছাড়া অপর ছয় প্রার্থী জামানত হারিয়েছেন। তাঁরা হলেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির আবু মোহাম্মদ বশিরুল আলম (৪২৫), স্বতন্ত্র তানিয়া আফরিন (২১৮) ও বদিউল আলম (৮৯), ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহাম্মদ আলী আছগর (৫২২), বাংলাদেশ মুসলিম লীগের মুহাম্মদ ফয়সাল (৭০) ও জাতীয় পার্টির মোহাম্মদ ইলিয়াছ (২৩১)। বিজয়ী আওয়ামী লীগের জাফর আলম পেয়েছেন ২ লাখ ৭৩ হাজার ৮৫৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির হাসিনা আহমেদ পেয়েছেন ৫৬ হাজার ৬০১ ভোট।
কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন ৯ জন প্রার্থী। এর মধ্যে আওয়ামী লীগ ছাড়া অপর ৮ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তাঁরা হলেন ঐক্যফ্রন্ট প্রার্থী জামায়াতের এ এইচ এম হামিদুর রহমান আযাদ (১৮ হাজার ৫৮৭), বিএনপির আলমগীর মো. মাহফুজ উল্লাহ ফরিদ (১১ হাজার ৭৮১), গণফ্রন্টের আনসারুল করিম (২১৫), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আবু ইউসুফ মুহাম্মদ মনজুর আহমদ (১৪৭), ইসলামী আন্দোলন বাংলাদেশের জসিম উদ্দিন (১ হাজার ৬৩০), বাংলাদেশ মুসলিম লীগের মো. শহিদুল্লাহ (৭১), ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ জিয়াউর রহমান (৫২০), বিকল্পধারা বাংলাদেশের শাহেদ সরওয়ার (৩৭৯) ও জাতীয় পার্টির মোহাম্মদ মোহিবুল্লাহ (৮৭)। এ ছাড়া আওয়ামী লীগের আশেক উল্লাহ রফিক পেয়েছেন ২ লাখ ১৩ হাজার ৯১ ভোট।
কক্সবাজার-৩ (রামু ও কক্সবাজার সদর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন পাঁচজন প্রার্থী। এর মধ্যে আওয়ামী লীগ ও বিএনপি ছাড়া অপর তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তাঁরা হলেন জাতীয় পার্টির মফিজুর রহমান (২৮৪), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের মো. হাছন (২৬৩) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ আমিন (১ হাজার ১৬৯)। বিজয়ী আওয়ামী লীগের সাইমুম সরওয়ার কমল পেয়েছেন ২ লাখ ৫৩ হাজার ৮২৫। বিএনপির লুৎফর রহমান কাজল পেয়েছেন ৮৬ হাজার ৭১৮।
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন ছয়জন প্রার্থী। এর মধ্যে আওয়ামী লীগ ও বিএনপির দুই প্রার্থী ছাড়া অপর চারজন জামানত হারিয়েছেন। তাঁরা হলেন জাতীয় পার্টির আবুল মনজুর (১৮১), ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ শোয়াইব (১ হাজার ৫১২), ইসলামী ঐক্যজোটের রবিউল হোছাইন (২১৮) ও বাংলাদেশ মুসলিম লীগের সাইফুদ্দিন খালেদ (৬৮)। বিজয়ী আওয়ামী লীগের শাহীন আক্তার পেয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৯৭৪ ভোট। নিকটতম বিএনপির শাহজাহান চৌধুরী পেয়েছেন ৩৭ হাজার ১৮ ভোট।