নারায়ণগঞ্জ থেকে আ.লীগের প্রথম মন্ত্রী হলেন গাজী
আওয়ামী লীগের শাসনামলে নারায়ণগঞ্জ থেকে প্রথমবারের মতো মন্ত্রী হচ্ছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে নির্বাচিত সাংসদ গোলাম দস্তগীর গাজী। এর আগে আওয়ামী লীগ আমলে এই জেলা থেকে কেউ মন্ত্রী হননি।
এদিকে নারায়ণগঞ্জ জেলা থেকে মন্ত্রিত্ব পাওয়ার খবরে জেলার বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। গোলাম দস্তগীর গতকাল রোববার বলেন, তাঁকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন করে জানানো হয়েছে, আজ সোমবার তিনি মন্ত্রী হিসেবে শপথ নেবেন। গতকাল বিকেলে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম সংবাদ সম্মেলন করে নিশ্চিত করেছেন গোলাম দস্তগীর গাজী বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন।
গোলাম দস্তগীর গাজী ২০০৮, ২০১৪ ও সর্বশেষ ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো সাংসদ নির্বাচিত হন। তিনি আওয়ামী লীগের নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য ও গাজী গ্রুপের চেয়ারম্যান।
সত্তরের দশকের শেষের দিকে জিয়াউর রহমানের (বিএনপি) শাসনামলে নারায়ণগঞ্জ ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সাংসদ এম এ সাত্তারকে পাটমন্ত্রী করা হয়েছিল।