জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা বিএনপির সাবেক দুই সভাপতিসহ দলটির স্থানীয় পর্যায়ের পাঁচ নেতাকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় অর্থ বিতরণের দায়ে তাঁদের এক মাসের করে কারাদণ্ড দেওয়া হয়।
সাজাপ্রাপ্তরা হলেন, পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক দুই সভাপতি আবদুর রব বুলু ও জহুরুল আলম রুকু। অপর তিনজন হলেন, মজিবুর রহমান, আবুল কাশেম ও আবদুর রহমান। পুলিশ জানিয়েছে, এই তিনজন বিএনপির ইউনিয়ন পর্যায়ের নেতা।
বিএনপির এই নেতাদের পরিচয় ও কারাদণ্ডের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার শাহরিয়ার হক।
শাহরিয়ার হক জানিয়েছেন, দণ্ডপ্রাপ্তরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। তাঁরা জহুরুল আলম রুকুর বাড়িতে টাকা বিতরণ করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে অভিযান চালিয়ে তাঁদের হাতে নাতে ধরা সম্ভব হয়েছে। পরে সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই পাঁচজনকে এক মাসের করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান বলেন, কারাদণ্ডপ্রাপ্ত পাঁচজনকে রাতেই জয়পুরহাট কারাগারে পাঠানো হয়েছে।
তবে এ ব্যাপারে জানতে বিএনপির বেশ কয়েকজন নেতার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাঁদের সাড়া মেলেনি।