ক্রাইস্টচার্চে দুই বাংলাদেশি নিহত: প্রতিমন্ত্রী
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলায় দুই বাংলাদেশির নিহত হয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। আজ শনিবার সাংবাদিকদের সংগঠন ডিক্যাবের অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
গতকাল শুক্রবার জুমার নামাজের সময় নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় ৪৯ জন মুসলিম নিহত হন। এর মধ্যে দুজন বাংলাদেশি।
ঘটনার পর গতকাল সেখানকার বাংলাদেশি অনারারি কনসাল শফিকুল ইসলাম ভুইয়া ৩ জনের মৃত্যুর খবর জানিয়েছেন। আজ প্রতিমন্ত্রী বলেন, গতকাল তাৎক্ষণিক বিভিন্ন উৎস থেকে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। কিন্তু এখন ২ জনের ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।
নিহত দুজন হলেন ড. আবদুস সামাদ ও হুসনে আরা পারভীন। সামাদের বাড়ি কুড়িগ্রামে এবং হুসনে আরার বাড়ি সিলেটে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ঘটনার পর থেকে তিনজন বাংলাদেশি নিখোঁজ রয়েছেন। আহত অবস্থায় হাসপাতালে রয়েছেন আরও পাঁচজন। নিখোঁজ তিনজন হলেন- মোজাম্মেল হক, জাকারিয়া ভুইয়া ও শাওন। আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন মুনতাসিম, শেখ হাসান রুবেল, শাহজাদা আক্তার, ওমর ফারুক ও লিপি। আহতদের মধ্যে মুনতাসিম ও লিপির অবস্থা গুরুতর।