উপসচিব হলেন ইকোনমিক ক্যাডারের ২২০ কর্মকর্তা

জনপ্রশাসন মন্ত্রণালয়

প্রশাসন ক্যাডারে একীভূত হওয়া বিসিএস ইকোনমিক ক্যাডারের ২২০ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে উপসচিব করা হয়েছে।

এ বিষয়ে আজ মঙ্গলবার পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর আগে ২০১৮ সালের ১৩ নভেম্বর ইকোনমিক ক্যাডারকে প্রশাসন ক্যাডারে একীভূত করে গেজেট জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।

দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে এই ক্যাডারের কর্মকর্তারা পদোন্নতি পেয়ে উপসচিব হলেন ।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রমতে, শিগগির প্রশাসন ক্যাডারের যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব পর্যায়ে পদোন্নতি দেওয়ার প্রক্রিয়া চলছে । এরপর প্রশাসন ক্যাডারের উপসচিব পর্যায়ে পদোন্নতি দেওয়ার আলোচনা চলছে । তখন ২৭তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের পদোন্নতির জন্য বিবেচনা করা হবে ।