আট কেন্দ্রে একটি ভোটও পাননি বিএনপির প্রার্থী
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা নিয়ে গঠিত চাঁদপুর-২ আসনের আটটি ভোটকেন্দ্রে বিএনপির প্রার্থী মোহাম্মদ জালালউদ্দিন একটি ভোটও পাননি। গত রোববার ভোট নেওয়ার পর নির্বাচনের ফল ঘোষণা করা হয়। সেই ফল বিশ্লেষণ করে এ তথ্য জানা যায়।
মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, চাঁদপুর-২ আসনের মতলব উত্তর উপজেলায় ৯৭ ও মতলব দক্ষিণ উপজেলায় ৫৭টি কেন্দ্রে ভোট নেওয়া হয়। এ দুই উপজেলা মিলে মোট কেন্দ্র ১৫৪টি। এর মধ্যে মতলব দক্ষিণের দুটি ও মতলব উত্তরের ছয়টি ভোটকেন্দ্রে মোহাম্মদ জালালউদ্দিনের পক্ষে ধানের শীষ প্রতীকে একটি ভোটও পড়েনি।
মতলব উত্তরের ওই ছয়টি কেন্দ্র হলো পাঁচগাছিয়া, রাঢ়িকান্দি, ফৈলাকান্দি ও নবুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ রাঢ়িকান্দি মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা ও সুজাতপুর নেছারিয়া উচ্চবিদ্যালয়। মতলব দক্ষিণের কেন্দ্র দুটি হচ্ছে ১৪৬ নম্বর ঘোড়াধারী ও ১৭১ নম্বর উপাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
নির্বাচন কার্যালয় সূত্রে আরও জানা যায়, ১৫৪টি ভোটকেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী সাবেক ছাত্রনেতা নুরুল আমিন নৌকা প্রতীক নিয়ে ৩ লাখ ১ হাজার ৫০ ভোট পেয়ে সাংসদ নির্বাচিত হন। বিএনপির প্রার্থী মোহাম্মদ জালালউদ্দিন পান ১০ হাজার ২৭৭ ভোট।
জানতে চাইলে মতলব দক্ষিণ ও উত্তরের ইউএনও বলেন, এ আসনে প্রতিদ্বন্দ্বী পাঁচ প্রার্থীর মধ্যে বিএনপির জালালউদ্দিনসহ চারজনই জামানত হারিয়েছেন।