২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

আ.লীগ প্রার্থীর বিরোধীরাও নৌকার প্রচারণায় নামলেন

শেরপুর-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী মো. আতিউর রহমানের পক্ষে প্রচারণা ও গণসংযোগ করেন তাঁর (আতিউর) বিরোধীরা। গতকাল বিকেলে শহরের কলেজ মোড় এলাকায়।  প্রথম আলো
শেরপুর-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী মো. আতিউর রহমানের পক্ষে প্রচারণা ও গণসংযোগ করেন তাঁর (আতিউর) বিরোধীরা। গতকাল বিকেলে শহরের কলেজ মোড় এলাকায়। প্রথম আলো

অবশেষে বিভেদ ভুলে শেরপুর-১ (সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী সংসদের হুইপ মো. আতিউর রহমানের পক্ষে প্রচারে নামলেন তাঁর বিরোধীরা। এ সময় তাঁরা গণসংযোগও করেন। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত জেলা শহরের বিভিন্ন বাজার ও মহল্লায় আওয়ামী লীগের এসব নেতা-কর্মী নির্বাচনী প্রচার কার্যক্রমে অংশ নেন।

আওয়ামী লীগ দলীয় সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচন ও দলের জেলা কমিটি গঠনকে কেন্দ্র করে দলীয় সভাপতি আতিউর রহমানের সঙ্গে আওয়ামী লীগের একটি বড় অংশের দ্বন্দ্ব শুরু হয়। আতিউরবিরোধী পক্ষটিতে নেতৃত্ব দেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা কমিটির কার্যনির্বাহী সদস্য ছানুয়ার হোসেন এবং দলের জেলা কমিটির সহসভাপতি শামসুন্নাহার কামাল। তাঁদের সঙ্গে দলের বিপুলসংখ্যক নেতা-কর্মীও আছেন। তিন বছর ধরে আতিউরবিরোধী এই পক্ষটি আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি পৃথকভাবে পালন করত এবং নির্বাচনে আতিউরের মনোনয়নের বিরোধিতা করে একাধিকবার শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এই পক্ষের নেতা ছানুয়ার হোসেন একাদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়নপত্রও কিনেছিলেন। তবে তিনি তা রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেননি। অবশেষে গত বুধবার রাতে শহরের খরমপুর এলাকার জেলা কৃষক লীগের কার্যালয়ে আয়োজিত এক সভায় তাঁরা নৌকার পক্ষে মাঠে নামার ঘোষণা দেন।