মির্জা আব্বাসের বাসা লক্ষ্য করে দুটি ককটেল ছোড়া হয়েছে: বিএনপি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসা লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করা হয়েছে। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার আজ মঙ্গলবার এক বিবৃতিতে জানান, রাজধানীতে তাঁর শাহজাহানপুরের বাসা লক্ষ্য করে সকাল আটটার দিকে ককটেল দুটি ছোড়া হয়েছে।
ওই বিবৃতিতে শামসুদ্দিন দিদার বলেন, একটি মোটরসাইকেলে দুজন আরোহী এসে মির্জা আব্বাসের বাসা লক্ষ্য করে পরপর দুটি ককটেল ছোড়েন। একটি ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হলেও আরেকটি অবিস্ফোরিত থাকে। এ সময় পুরো বাড়ি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।
মির্জা আব্বাসের বাসায় ককটেল নিক্ষেপের বিষয়ে জানতে চাইলে পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, বিএনপির নেতা মির্জা আব্বাসের বাসায় ককটেল বিস্ফোরণের একটি সংবাদ পাওয়া গেছে। বিষয়টি খোঁজ নিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা খোঁজ নিচ্ছে।
মির্জা আব্বাসের স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসও ককটেল ছোড়ার বিষয়টি নিশ্চিত করেন বলে শামসুদ্দিনের দিদারের পাঠানো বিবৃতিতে জানানো হয়।
ওই বিবৃতিতে মির্জা আব্বাসের বাসার নিরাপত্তাকর্মীদের বরাত দিয়ে আরও বলা হয়েছে, ককটেল ছোড়ার পর মির্জা আব্বাসের বাসার নিরাপত্তাকর্মীরা যান। তবে মোটরসাইকেলটি চলে যায়। নিরাপত্তাকর্মীরা বাসার গেটের সামনে গিয়ে পুলিশের পোশাক পরা ছয় থেকে আটজনকে নিয়ে তিন থেকে চারটি মোটরসাইকেল অবস্থান করতে দেখেন।
নিরাপত্তাকর্মীরা মোটরসাইকেল আরোহী এবং ককটেল নিক্ষেপের ঘটনাটি পুলিশের কাছে জানতে চাইলে পুলিশ কোনো সদুত্তর না দিয়ে ককটেল নিক্ষেপকারী আরোহীসহ মোটরসাইকেলটিকে নিয়ে যায়।
গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় শাহজাহানপুর থানায় করা মামলায় ৩১ অক্টোবর গ্রেপ্তার হন মির্জা আব্বাস। তিনি এখন কারাগারে।