ঢাকায় স্টারলিংকের ইন্টারনেটের গতি দেখাল ২৩০ এমবিপিএস

ইলন মাস্কের মহাকাশবিষয়ক সংস্থা স্পেসএক্সের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংকফাইল ছবি: রয়টার্স

দ্রুতগতির স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট–সেবা স্টারলিংকের পরীক্ষামূলক ব্যবহার করা হয়েছে ঢাকায়। এ সময় ২৩০ এমবিপিএস ডাউনলোড গতি পাওয়া গেছে। রাজধানীর একটি হোটেলের বিদেশি স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট–সেবাটির ব্রডব্যান্ড গেটওয়ে ব্যবহার করে পরীক্ষামূলক ব্যবহার হয়।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গতকাল সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুকে অ্যাকাউন্টে ঢাকায় স্টারলিংকের গতির তথ্য জানিয়ে একটি পোস্ট দেন। সেখানে দেখা যায়, এর ডাউনলোড গতি ছিল ২৩০ এমবিপিএস। আপলোড গতি ২০ এমবিপিএস। এর সংযোগের সার্ভার ছিল সিঙ্গাপুর ও হংকংয়ে। ক্লায়েন্টের অবস্থান দেখায় মালয়েশিয়ায়।

ইন্টারনেটের গতি পরীক্ষা ও বিশ্লেষণের প্রতিষ্ঠান ওকলায় দেখা যায়, গত ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের ব্রডব্যান্ডের ডাউনলোড গতি ছিল ৫৩ দশমিক ১২ এমবিপিএস এবং আপলোড গতি ছিল ৪৯ দশমিক ২১ এমবিপিএস। মোবাইল ইন্টারনেটে ফেব্রুয়ারি মাসে ডাউনলোড গতি ছিল ৩৭ দশমিক ৯৮ এমবিপিএস এবং আপলোড গতি ছিল ১৩ দশমিক ৩০ এমবিপিএস।

আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ৯০ দিনের মধ্যে স্টারলিংকের স্যাটেলাইট ব্রডব্যান্ড ইন্টারনেট–সেবা বাংলাদেশে বাণিজ্যিকভাবে চালুর নির্দেশনা দিয়েছেন।

পরীক্ষামূলক সম্প্রচারে স্টারলিংক তার বিদেশি স্যাটেলাইট ব্রডব্যান্ড গেটওয়ে ব্যবহার করলেও বাংলাদেশে বাণিজ্যিক সেবাদানের সময়ে নন-জিওস্টেশনারি অরবিট (এনজিএসও) নীতিমালা মেনে স্থানীয় ব্রডব্যান্ড গেটওয়ে বা ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) ব্যবহার করবে।

আরও পড়ুন

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) স্টারলিংকের মতো স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট–সেবা দিতে ‘নন-জিওস্টেশনারি অরবিট স্যাটেলাইট সার্ভিসেস অপারেটর’ শিরোনামে খসড়া নির্দেশিকা করেছে। এ নির্দেশিকায় বলা আছে, স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে দেশের আইআইজি থেকে ব্যান্ডউইডথ নিতে হবে।

বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশের বাজার ধরার চেষ্টায় রয়েছে স্টারলিংক। বিশ্বের শীর্ষ প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের মহাকাশবিষয়ক সংস্থা স্পেসএক্সের অঙ্গপ্রতিষ্ঠান স্টারলিংক। স্টারলিংক কৃত্রিম উপগ্রহের মাধ্যমে ইন্টারনেট-সেবা দেয়। ইলন মাস্কের সঙ্গে গত ১৩ ফেব্রুয়ারি ভিডিও কলে স্টারলিংক প্রসঙ্গে আলোচনা করেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ ছাড়া প্রতিষ্ঠানটির একটি দল বাংলাদেশে বিভিন্ন অংশীজনের সঙ্গে বৈঠক করছে।

আরও পড়ুন