সাময়িক বরখাস্ত এডিসি হারুনকে রংপুর রেঞ্জে সংযুক্ত
সাময়িক বরখাস্ত অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার হারুন অর রশিদকে রংপুর রেঞ্জ উপমহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। আজ মঙ্গলবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় হারুন অর রশিদকে সাময়িক বরখাস্ত করে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করেছিল।
রাষ্ট্রপতির এপিএস (সহকারী একান্ত সচিব) আজিজুল হকের সঙ্গে ডিএমপির রমনা অঞ্চলের বরখাস্ত এডিসি হারুন অর রশিদের ব্যক্তিগত বিষয় নিয়ে দ্বন্দ্বের জেরে গত শনিবার ছাত্রলীগের তিন নেতাকে মারধর করা হয়। ভুক্তভোগীদের অভিযোগ, শাহবাগ থানায় এ মারধরে নেতৃত্ব দেন এডিসি হারুন। এ ঘটনায় রোববার হারুনকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়। পরে গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাঁকে সাময়িক বরখাস্ত করে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করে।
এ ঘটনায় শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন) গোলাম মোস্তফাকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সোমবার রাতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের এক অফিস আদেশে তাঁকে ডিএমপির কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে বদলি করা হয়েছিল।