নাশকতার মামলায় ঢাকার আদালত থেকে জামিন পেলেন ৩২ ছাত্র

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতফাইল ছবি: প্রথম আলো

নাশকতার মামলায় গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার অন্যতম সমন্বয়ক আরিফ সোহেলসহ ৩২ শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ শনিবার এ আদেশ দেন।

পুলিশ ও আইনজীবী-সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, রাজধানীর বনানী থানার মামলায় গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরিফ সোহেল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র কাজী সাকিব হাসান, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র মো. সাদ্দাম, সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাইমুর রহমানসহ ৩২ জন ছাত্রকে জামিন দিয়েছেন।

পুলিশ-সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বনানী থানার মামলায় একজন ছাত্র, মিরপুর থানায় করা মামলায় ছয় ছাত্র, নিউমার্কেট থানার মামলায় গ্রেপ্তার চার ছাত্র, ক্যান্টনমেন্ট থানার মামলায় এক ছাত্র, তেজগাঁও, হাতিরঝিল ও তেজগাঁও শিল্পাঞ্চল থানার মামলায় গ্রেপ্তার ছয় ছাত্র, যাত্রাবাড়ী থানার মামলায় গ্রেপ্তার এক ছাত্র, ধানমন্ডি থানার মামলায় গ্রেপ্তার এক ছাত্র, পল্লবী ও রূপনগর থানার মামলায় গ্রেপ্তার তিন ছাত্র, উত্তরা পূর্ব ও উত্তরা পশ্চিম থানার মামলায় গ্রেপ্তার তিন ছাত্র, পল্টন ও শাহজাহানপুর থানার মামলায় গ্রেপ্তার চারজন, ভাটারা থানার মামলায় একজন ও লালবাগ থানার মামলায় গ্রেপ্তার এক ছাত্র জামিন পেয়েছেন।

এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় গ্রেপ্তার উচ্চমাধ্যমিকের (এইচএসসি) ৪১ জন পরীক্ষার্থী গতকাল জামিন পেয়েছেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট রশিদুল আলম শুক্রবার এসব শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেন।