সুয়াইরা আক্তার, জন্মগতভাবেই তার হার্টে ছিদ্র। বর্তমান বয়স তিন বছর তিন মাস। সে টাঙ্গাইলের মির্জাপুর বাজারের ফুটপাতে পণ্য বিক্রেতা শফিকুল ইসলামের মেয়ে।
শফিকুল ইসলাম বলেন, এ পর্যন্ত তিনি নিজের উপার্জনে মেয়ের চিকিৎসা চালিয়ে আসছিলেন। চিকিৎসকেরা জানিয়েছেন, সুয়াইরার অস্ত্রোপচার দরকার। এ জন্য প্রয়োজন কয়েক লাখ টাকা, যা তাঁর একার পক্ষে জোগাড় করা সম্ভব নয়।
এমন অবস্থায় সুয়াইরার পরিবার চিকিৎসা–সহায়তার জন্য সমাজের হৃদয়বান মানুষের কাছে আবেদন জানিয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. শফিকুল ইসলাম, হিসাব নম্বর ০২০০০১৮৯৬১৫৯২, অগ্রণী ব্যাংক, মির্জাপুর শাখা, টাঙ্গাইল। এ ছাড়া সাহায্য পাঠানো যাবে ০১৭৪৩৪৬০৬৫৪ (বিকাশ ও নগদ)—মুঠোফোন নম্বরে। বিজ্ঞপ্তি