বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সিফাতের পরিবারের অনুদানের টাকা আত্মসাতের অভিযোগে একজন গ্রেপ্তার

গ্রেপ্তারপ্রতীকী ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সিফাত উল্লাহর পরিবারের অনুদানের টাকা আত্মসাতের অভিযোগে মো. আকাশ ব্যাপারী (২১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ শুক্রবার মাদারীপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সিআইডি জানায়, সিআইডির সাইবার পুলিশ সেন্টার গণমাধ্যমে প্রকাশিত সংবাদের মাধ্যমে জানতে পারে, কিশোরগঞ্জে নিহত সিফাতের পরিবার প্রতারণার শিকার হয়েছে। তাঁর পরিবারকে আরও আর্থিক অনুদান দেওয়ার কথা বলে ব্যাংক হিসাব নম্বর চেয়ে কৌশলে এটিএম কার্ডের তথ্য নিয়ে নেন এক ব্যক্তি। তারপর টাকা দেওয়ার সিরিয়াল নম্বরের কথা বলে ওটিপি নিয়ে ব্যাংকের কার্ড থেকে টাকা সরিয়ে নেন। পরে সেই টাকা দিয়ে বিভিন্ন অনলাইন কেনাবেচার প্ল্যাটফর্ম থেকে ভুয়া নাম-ঠিকানা ও মোবাইল নম্বর ব্যবহার করে পণ্য কেনেন ওই ব্যক্তি।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, সিফাত উল্লাহ (১৯) কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মুনিয়ারীকান্দা গ্রামের বাসিন্দা। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এমদাদুল উলুম জামিয়া ইসলামিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন।