চট্টগ্রামে হাছান মাহমুদ, মহিবুলসহ ৪৩০ জনের বিরুদ্ধে মামলা
সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ ৪৩০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে চট্টগ্রামে মামলা হয়েছে। আজ সোমবার নগরের ডবলমুরিং থানায় মামলাটি করা হয়।
মামলার বাদী সিএনজি অটোরিকশাচালক আনোয়ার হোসেন। মামলার অন্য আসামিরা হলেন সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, কেন্দ্রীয় যুবলীগের সাবেক নেতা হেলাল আকবর চৌধুরী প্রমুখ। মামলায় ১৩০ জনের নাম উল্লেখ করা বাকি আসামিরা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা–কর্মী।
মামলার এজাহারে বলা হয়, ৫ আগস্ট সরকার পতনের পর চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার দেওয়ানহাট এলাকায় বিজয় মিছিলে অংশ নেন অটোরিকশাচালক আনোয়ার হোসেন। ওই সময় আসামিরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মিছিলের লোকজনের ওপর গুলি চালায়। এ সময় গুলিতে আনোয়ারসহ কয়েকজন ব্যক্তি আহত হন।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের পাটোয়ারী প্রথম আলোকে বলেন, ১৩০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ৩০০ জনের বিরুদ্ধে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। পুলিশ তদন্ত করছে।
হাছান মাহমুদের বিরুদ্ধে ডাকাতির মামলা
এদিকে হাছান মাহমুদসহ ১১৬ জনের বিরুদ্ধে ডাকাতি ও চাঁদাবাজির অভিযোগে আরেকটি মামলা হয়েছে। আজ সোমবার চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবালের আদালতে মামলাটি করেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের দপ্তর সম্পাদক নাজিম উদ্দিন।
বাদীর আইনজীবী জিয়াউল হক প্রথম আলোকে বলেন, আদালত বাদীর আবেদন গ্রহণ করে রাঙ্গুনিয়া থানা–পুলিশকে মামলা নিতে নির্দেশ দেন।
মামলার অন্য আসামিরা হলেন চট্টগ্রামের মিরসরাইয়ের সাবেক সংসদ সদস্য মাহবুবুর রহমান, কেন্দ্রীয় যুবলীগ নেতা নিয়াজ মোরশেদ, রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র শাহজাহান সিকদার প্রমুখ।
মামলার অভিযোগে বলা হয়, ২ আগস্ট রাঙ্গুনিয়ায় বাদীর বসতবাড়িতে গিয়ে হাছান মাহমুদের নেতৃত্বে ভাঙচুর ও পাঁচ লাখ টাকার মালামাল ডাকাতি করা হয়। একই সঙ্গে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।