চট্টগ্রামে সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
সংবাদ প্রকাশের জেরে বেসরকারি টেলিভিশন আরটিভির এক সাংবাদিকসহ দুজনের বিরুদ্ধে চট্টগ্রামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। গত ১৩ মে চট্টগ্রামে সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করা হয়। গতকাল মঙ্গলবার বিষয়টি জানাজানি হয়।
মামলার আসামিরা হলেন আরটিভির ঢাকা অফিসের নিজস্ব প্রতিবেদক অধরা ইয়াসমিন ও ঢাকার শাহজাহানপুরের বাসিন্দা একরামুল আহসান। সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন নগরের বায়েজিদ বোস্তামী থানার বাসিন্দা শাকেরুল কবির।
সাইবার ট্রাইব্যুনাল চট্টগ্রামের সরকারি কৌঁসুলি মেজবাহ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, আদালত পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়, চলতি বছরের ১২ মে আরটিভিতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরে এটি একরামুল আহসান ‘সত্যের সন্ধানে’ নামে তাঁর ফেসবুক আইডি থেকে শেয়ার দেন। এটি বাদী দেখতে পান। প্রতিবেদনটিতে বাদীর অজান্তে তাঁর ছবি দেখানো হয়। প্রতিবেদনটিতে মানুষকে হয়রানি, জমি দখলসহ বিভিন্ন মিথ্যা তথ্য তুলে ধরা হয়।