সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ রোববার। সারা দিনে হয়তো প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ আপনার চোখ এড়িয়ে গেছে। আলোচিত সংবাদগুলোর মধ্যে ছিল  প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলন এবং মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলা সংক্রান্ত খবরগুলো। এ ছাড়া আন্তর্জাতিক, রাজনীতি, ক্রীড়া ও বিনোদনের নানা খবর আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

আমার বাসায় কাজ করেছে, পিয়ন ছিল, এখন ৪০০ কোটি টাকার মালিক: প্রধানমন্ত্রী

সাম্প্রতিক চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার গণভবনে
ছবি: পিআইডি

প্রধানমন্ত্রী বলেন, ‘আমার বাসায় কাজ করেছে, পিয়ন ছিল সে, এখন ৪০০ কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। বাস্তব কথা। কী করে বানাল এত টাকা? জানতে পেরেছি পরেই ব্যবস্থা নিয়েছি।’ বিস্তারিত পড়ুন...

দাবি পূরণ না হওয়ায় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি চলবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের মূল ফটকে শিক্ষকদের অবস্থান। আজ রোববার দুপুরে
ছবি: প্রথম আলো

দাবি পূরণ না হওয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। তবে, তাঁরা আশা করছেন সরকার তাঁদের দাবি পূরণ করবে। বিস্তারিত পড়ুন...

গুলিতে ডান কানের ওপরের অংশে ফুটো হয়ে গেছে জানালেন ট্রাম্প

পেনসিলভানিয়ার বাটলারে বাটলার ফার্ম শোতে নির্বাচনী প্রচারে গুলিতে আহত হন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সিক্রেট সার্ভিসের সদস্যরা নিয়ে যাওয়ার সময় ট্রাম্পকে এভাবেই দেখা যায়। ১৩ জুলাই
ছবি: রয়টার্স

গুলিতে ডান কানের ওপরের অংশে ফুটো হয়ে গেছে বলেও ওই পোস্টে জানিয়েছেন ট্রাম্প।  তিনি জানান, ‘হঠাৎ আমি শব্দ শুনি, সঙ্গে সঙ্গে বুঝতে পারি অঘটন ঘটেছে। আর তখনই অনুভব করি গুলি আমার চামড়া ফুটো করে দিয়েছে। অনেক রক্ত পড়তে থাকে, আমি তখন বুঝতে পারি কী ঘটেছে।’ বিস্তারিত পড়ুন...

ইয়ামালকে ফাইনালের অতিরিক্ত সময়ে খেলালে জরিমানা গুনতে হবে স্পেনকে

স্পেন উইঙ্গার লামিনে ইয়ামাল
এএফপি

ইউরোর গ্রুপ পর্ব চলাকালেই সামনে এসেছিল বিষয়টি। স্পেন-আলবেনিয়া ম্যাচের আগে জার্মান সংবাদমাধ্যম বিল্ড এক প্রতিবেদনে জানিয়েছিল, এই ম্যাচে ১৬ বছর বয়সী উইঙ্গার লামিনে ইয়ামালকে খেলালে শাস্তির মুখে পড়তে পারে স্পেন। কিন্তু কেন? বিস্তারিত পড়ুন...

ট্রাম্পের ওপর এই হামলার কারণ কী

আহত ডোনাল্ড ট্রাম্পকে নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে
ছবি : এএফপি

শনিবার যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের বাটলারে ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে গুলি চালানোর ঘটনা বলছে যে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে জোরালো আওয়াজ তোলার সময় এসেছে। বিস্তারিত পড়ুন...

বাংলাদেশ থেকে আরও পড়ুন