নাগরিকেরা এখন বৈষম্যের শিকার না হলে স্বপ্ন পূরণ হবে: আলী রীয়াজ
বাংলাদেশের নাগরিকেরা এখন বৈষম্যের শিকার না হলে স্বপ্ন পূরণ হবে বলে উল্লেখ করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ও সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ওয়াজেদ খানের লেখা বই ‘বাংলাদেশের স্বপ্ন ও চব্বিশের গণঅভ্যুত্থান’–এর প্রকাশনা অনুষ্ঠানে কথা বলেন অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, দেশে স্বৈরশাসকের পতন ঘটিয়েছেন স্বপ্নরাজ তরুণ শিক্ষার্থী ও গণমানুষ। তাঁরা অবশ্যম্ভাবী ধ্বংসের হাত থেকে রক্ষা করেছেন দেশ ও জাতিকে। এখন বাংলাদেশের নাগরিকদের চাহিদা ভোটের আধিকার, নিরাপত্তা এবং বৈষম্যের শিকার না হলে স্বপ্ন পূরণ হবে।
দীর্ঘ ১৬ বছরে স্বৈরাচার দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড় করিয়েছে উল্লেখ করে আলী রীয়াজ বলেন, বিগত সরকার সব অধিকার হরণ করে দেশের মানুষকে দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করেছিল। সে সময় বৈষম্যের মাত্রা ছাড়িয়ে যায় অতীতের যেকোনো সময়কে।
প্রকাশনা উৎসবে বিশেষ অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, বিগত সরকার মাফিয়া স্টেটে পরিণত করেছিল বাংলাদেশকে।
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, চব্বিশের আন্দোলনের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার সুযোগ এসেছে।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ বলেন, এখন দেশকে এগিয়ে নিতে নির্বাচনব্যবস্থা পরিবর্তন করে সঠিক পথে আসতে হবে।
এ সময় ‘বাংলাদেশের স্বপ্ন ও চব্বিশের গণঅভ্যুত্থান’ বইয়ের লেখক ওয়াজেদ খানসহ অনেকে বক্তব্য দেন। প্রকাশনা উৎসবে সভাপতিত্ব করেন আহমদ পাবলিশিং হাউসের প্রকাশক মেসবাহউদ্দিন ও চ্যানেল আইয়ের সাংবাদিক আদিত্য শাহীন।