সাবেক সচিব জাহাংগীর ৫ দিন রিমান্ডে

সাবেক সচিব জাহাংগীর আলমফাইল ছবি

ধানমন্ডি থানায় হওয়া হত্যা মামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সচিব মো. জাহাংগীর আলমকে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট বেলাল হোসেন আজ মঙ্গলবার এ আদেশ দেন।

ধানমন্ডি থানায় হওয়া কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় জাহাংগীর আলমকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের রমনা বিভাগ। অপর দিকে আসামিপক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সোমবার দিবাগত রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে জাহাংগীরকে গ্রেপ্তার করা হয়।

মামলার কাগজপত্রের তথ্য বলছে, গত ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডি এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে কিশোর আবদুল মোতালিবকে গুলি করে হত্যা করা হয়। ডিবি পুলিশের পক্ষ থেকে আদালতে বলা হয়েছে, কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় সাবেক সচিব জাহাংগীর আলমের সম্পৃক্ততা পাওয়া গেছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়। ১৫ আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম মামলা হয় ঢাকার আদালতে। এর পর থেকে তাঁর বিরুদ্ধে অন্তত ২১৮টি মামলার তথ্য পাওয়া গেছে। কিছু মামলায় সাবেক সচিব জাহাংগীর আলমকেও আসামি করা হয়েছে।

আরও পড়ুন