নেস্ট: সবার জন্য আধুনিক ও সাশ্রয়ী আবাসনের এক নতুন দিগন্ত

আবাসন নির্মাণে মধ্যম আয়ের মানুষদের কথা ভেবে নতুন একটি সম্ভাবনার দ্বার খুলেছে এডিসন রিয়েল এস্টেটের অঙ্গপ্রতিষ্ঠান ‘নেস্ট’ছবি: নেস্টের সৌজন্যে

বিলাসবহুল আবাসন নির্মাণের মাধ্যমে বহু বছর ধরেই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে আসছে ‘এডিসন রিয়েল এস্টেট’। এটি শুধু একটি রিয়েল এস্টেট ব্র্যান্ড নয়, বরং আধুনিক ও সাশ্রয়ী আবাসনের জন্য বহু মানুষের আস্থার জায়গা।

বর্তমানে আবাসন নির্মাণে মধ্যম আয়ের মানুষদের কথা ভেবে নতুন একটি সম্ভাবনার দ্বার খুলেছে এডিসন রিয়েল এস্টেটের অঙ্গপ্রতিষ্ঠান ‘নেস্ট’। ঢাকায় একটি নিজের বাড়ি—মধ্যম আয়ের মানুষদের জন্য কেবল একটি স্বপ্ন। আর এই স্বপ্নকে বাস্তব করে তুলতেই কাজ করছে নেস্ট। এডিসন রিয়েল এস্টেটের চেয়ারম্যান আমিনুর রশিদের নেতৃত্বে মধ্যম আয়ের মানুষের জন্য উচ্চমানের, সুপরিকল্পিত ও সাশ্রয়ী আবাসনের সুযোগ তৈরি করতেই নেস্টের যাত্রা।

সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন বাড়ি

নেস্টের লক্ষ্য সহজ—মানের সঙ্গে আপস না করেই মানুষের সাধ্যের মধ্যে আবাসন নিশ্চিত করা। প্রচলিত ধারণা অনুযায়ী, কম বাজেটের ফ্ল্যাট মানেই নিম্নমানের নির্মাণশৈলী এবং অপরিকল্পিত নকশা। কিন্তু নেস্ট সেই বাস্তবতাকে পাল্টে দিচ্ছে। স্মার্ট স্পেস প্ল্যানিং, আধুনিক ডিজাইন ও কার্যকর নির্মাণ কৌশলের মাধ্যমে তারা মধ্যম আয়ের গ্রাহকদের জন্য মানসম্পন্ন আবাসন নিশ্চিত করছে। এই প্রকল্প শুরুর পর থেকেই নেস্ট আবাসন খাতে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। বিশেষভাবে, বসুন্ধরা আবাসিক এলাকায় নেস্টের একাধিক প্রকল্প ব্যাপক সাড়া পেয়েছে। বসুন্ধরায় তাদের একতলা বিশিষ্ট অ্যাপার্টমেন্টগুলো বর্তমানে গ্রাহকদের পছন্দের শীর্ষে রয়েছে। কারণ, এগুলো সাশ্রয়ী তো বটেই, পাশাপাশি মানসম্পন্ন।

৯ তলাবিশিষ্ট আবাসন প্রকল্প ‘ফ্লোরেন্স’
ছবি: নেস্টের সৌজন্যে

নেস্টের জনপ্রিয় প্রকল্পগুলো

নেস্ট ইতিমধ্যে বেশ কয়েকটি আকর্ষণীয় আবাসন প্রকল্প বাস্তবায়ন করেছে। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—

ফ্লোরেন্স : ৫ কাঠার ওপর ৯ তলাবিশিষ্ট ভবন, যেখানে ১,৬৩৬-১,৭০২ বর্গফুটের ৯টি অ্যাপার্টমেন্ট রয়েছে।

অরেলিয়া : ৩ কাঠার ওপর ৬ তলা ভবন, যেখানে ১,৪৮৭-১,৬৯৮ বর্গফুটের ৬টি অ্যাপার্টমেন্ট রয়েছে। এটি ২০২৬ সালের এপ্রিল মাসে হস্তান্তরের পরিকল্পনা রয়েছে।

কায়রো : ৪ কাঠার ওপর ১,৫২০-১,৬৫৩ বর্গফুটের ৮টি অ্যাপার্টমেন্টবিশিষ্ট একটি প্রকল্প, যেখানে প্রতিটি অ্যাপার্টমেন্ট আধুনিক শহুরে জীবনযাপনের উপযোগী।

অরোরা : নেস্টের প্রথম প্রকল্প, যা ৫ কাঠার ওপর নির্মিত এবং ২০২৫ সালের জুনে হস্তান্তরের পরিকল্পনা রয়েছে।

যে বিশেষত্বের কারণে বেছে নেবেন নেস্ট

নেস্টের জনপ্রিয়তার অন্যতম কারণ, তাদের স্বচ্ছতা, আধুনিক ডিজাইন ও সাশ্রয়ী মূল্যে গুণগত মান নিশ্চিত করার প্রতিশ্রুতি।

আয়তন নিয়ে স্বচ্ছতা: নেস্ট সব সময় ফ্ল্যাটের আয়তন নিয়ে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখে, যাতে ক্রেতারা প্রকৃত স্পেস সম্পর্কে অবগত থাকেন।

আধুনিক নকশা ও স্থাপত্য: প্রতিটি অ্যাপার্টমেন্ট পরিকল্পনার ক্ষেত্রে ন্যূনতম জায়গায় সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হয়। পর্যাপ্ত বায়ু চলাচল, প্রাকৃতিক আলোর প্রবাহ এবং পরিবেশবান্ধব নকশা এতে বিশেষ গুরুত্ব পায়।

সাশ্রয়ী মূল্যে গুণগত মান: নেস্ট সাশ্রয়ী মূল্যের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। তাদের সঠিক সরবরাহ ব্যবস্থাপনা উচ্চমানের নির্মাণসামগ্রীর সহজ প্রাপ্তি নিশ্চিত করে এবং বৃহৎ পরিসরে পণ্য একসঙ্গে কেনায় খরচ অনেক হ্রাস পায়। আর এই সুবিধাগুলো সরাসরি গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হয়। ফলে গুণগত মান বজায় রেখেই তারা সাশ্রয়ী মূল্যের আবাসনসুবিধা উপভোগ করতে পারেন।

তলাবিশিষ্ট আবাসন প্রকল্প ‘অরেলিয়া’
ছবি: নেস্টের সৌজন্যে

গ্রাহকদের জন্য নেস্ট কী ধরনের সুবিধা প্রদান করে?

প্রত্যেক গ্রাহকের নিজস্ব চাহিদা ও পছন্দ রয়েছে—ব্যাপারটির দিকে বিশেষ খেয়াল রাখে নেস্ট। অভিজ্ঞ ও দক্ষ স্থপতিদের পাশাপাশি প্রতিষ্ঠানটির নিজস্ব ডিজাইন টিম রয়েছে, যা মানসম্পন্ন আবাসন প্রকল্প নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টা করে থাকে। একই সঙ্গে তাদের কোয়ালিটি কন্ট্রোল টিম অত্যন্ত সচেতন, যা নেস্টকে অন্যান্য ডেভেলপারের তুলনায় এগিয়ে রাখে। এ ছাড়া দক্ষতার সঙ্গে পরিচালিত ও অভিজ্ঞ এডিসন কনস্ট্রাকশন টিম অতিরিক্ত পর্যবেক্ষণের দায়িত্ব পালন করে, যা নির্মাণের উৎকর্ষ নিশ্চিত করে। এই নিজস্ব বিশেষজ্ঞ দলের জন্যই নেস্ট উন্নত মানের আবাসন প্রকল্প ন্যায্য ও যুক্তিসংগত মূল্যে সরবরাহ করতে সক্ষম হচ্ছে।

নেস্টের প্রথম প্রকল্প ‘অরোরা’
ছবি: নেস্টের সৌজন্যে

নেস্টের ভবিষ্যৎ পরিকল্পনা

নেস্টের ভবিষ্যৎ পরিকল্পনার মূলে রয়েছে সম্প্রসারণ ও উদ্ভাবন। বসুন্ধরা আবাসিক এলাকায় উল্লেখযোগ্য সাফল্য অর্জনের পর প্রতিষ্ঠানটি এখন ঢাকার অন্যান্য অঞ্চলে উচ্চমানের সাশ্রয়ী মূল্যের আবাসন প্রসারের পরিকল্পনা করছে।

গ্রাহকদের বৈচিত্র্যময় চাহিদার কথা মাথায় রেখে বিভিন্ন আকার ও ডিজাইনের অ্যাপার্টমেন্ট সরবরাহের পাশাপাশি ভবিষ্যতে কনডো-স্টাইলের আধুনিক আবাসন চালু করার পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি টেকসই নির্মাণপদ্ধতি ও উদ্ভাবনী প্রযুক্তি সংযোজন করে ভবিষ্যতের জন্য উপযোগী আবাসন তৈরি করাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

নেস্টের লক্ষ্য হলো নিজেদের এমন একটি শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করা, যা হবে মানসম্পন্ন, সাশ্রয়ী এবং আধুনিক দৃষ্টিভঙ্গির প্রতিচ্ছবি।

বিস্তারিত জানতে ভিজিট করুন https://nest-bd.com/