প্রাণহানি ও ধ্বংসের ঘটনার তদন্তের দাবি জানিয়েছে ছায়ানট
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাতে প্রাণহানির ঘটনাগুলোর তীব্র নিন্দা ও গভীর শোক প্রকাশ করছে সাংস্কৃতিক চর্চাকেন্দ্র ছায়ানট। একই সঙ্গে তারা এসব ঘটনার স্বচ্ছ তদন্ত দাবি করেছে।
আজ শনিবার ছায়ানটের কার্যকরী পরিষদের সভা থেকে এ নিন্দা ও দাবি জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ছায়ানটের নির্বাহী সভাপতি সারওয়ার আলী।
সভা শেষে এক বিবৃতিতে ছায়ানটের পক্ষ থেকে জানানো হয়, ‘ জুলাই মাসজুড়ে নিহত ও আহত ব্যক্তিদের মধ্যে রয়েছে সাধারণ নাগরিকসহ শিশু, শিক্ষার্থী, সাংবাদিক এবং কর্মরত পুলিশ। আমরা প্রতিটি প্রাণহানির স্বচ্ছ তদন্ত ও গ্রহণযোগ্য বিচার দাবি করছি।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘কোটা-সংস্কার দাবির আন্দোলন ঘিরে বিটিভি, সেতু ভবন, মেট্রোরেলসহ সারা দেশে জনগণের বিপুল সম্পদ ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে। সংস্কারপন্থী ছাত্রনেতারা জানিয়েছেন, এই বিষয়ে তাঁরা সম্পৃক্ত নন, সে ক্ষেত্রে সকল ধ্বংসযজ্ঞে যারা জড়িত, তদন্ত সাপেক্ষে আমরা তাদের বিচার ও শাস্তি দাবি করছি।’
সামগ্রিক বিবেচনায় ছায়ানট অরাজক পরিস্থিতির অবসান ও স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসুক, সেই প্রত্যাশা জানিয়েছে।
ছায়ানটের দেওয়া বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ছায়ানট সবার স্মরণে আনতে চায় যে মুক্তিযুদ্ধে লাখো মানুষের আত্মদানে বাংলাদেশের জন্ম হয়েছে এবং এই ভাবাদর্শের রাষ্ট্রগঠন সর্বজনের দেশপ্রেমীর দায়। এই চেতনার ব্যত্যয় যেন না ঘটে, এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানাচ্ছে ছায়ানট।