রুমা থেকে কেএনএফ সদস্যের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বান্দরবানে রুমা উপজেলার দুর্গম জুরভারংপাড়া এলাকা থেকে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে লাশটি উদ্ধারের পর আজ বুধবার সকালে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়।
রুমা থানা–পুলিশ বলছে, গুলিবিদ্ধ লাশের নাম-পরিচয় জানা না গেলেও এটি কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যের বলে জানা গেছে। লাশ উদ্ধারের আগে জুরভারংপাড়ায় কেএনএফ সদস্যদের সঙ্গে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটে। এলাকাটি রুমা ও রোয়াংছড়ি উপজেলার মাঝামাঝি স্থানে।
বম জনগোষ্ঠীর লোকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, নিহত যুবকের নাম নাম ভানলাল তিয়াম বম (৩০)। তাঁর বাবার নাম লালমিন সম বম। তিনি জুরভারংপাড়ার বাসিন্দা। জুরভারংপাড়াটি রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নে হলেও রোয়াংছড়ি উপজেলা সদর হয়ে কাছে।
ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে লাশ নিয়ে আসা রুমা থানার উপরিদর্শক নাজমুল হাসান বলেন, লাশটি জুরভারংপাড়া এলাকা থেকে গতকাল উদ্ধার করা হয়েছে। এর বাইরে লাশ সম্পর্কে তাঁর কোনো কিছু জানা নেই।
গত ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অস্ত্র লুট করে কেএনএফ। এ ঘটনার পর থেকে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব ও আনসার বাহিনী কেএনএফ সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করছে। অভিযানে এ পর্যন্ত কয়েকজন কেএনএফ সদস্য নিহত হয়েছেন। ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুটের সঙ্গে জড়িত সন্দেহে ২৪ নারীসহ ৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।