পড়াশোনাকে স্মার্ট টিভিতে আনতে শিখো এবং ওয়ালটনের সমঝোতা স্মারক

শিখোর প্রতিষ্ঠাতা ও সিইও শাহির চৌধুরী এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের পরিচালক রাইসা সিগমা ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলাম সরকার সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।ছবি : বিজ্ঞপ্তি

ডিজিটাল শিক্ষাকে প্রথমবারের মতো স্মার্ট টিভির বড় স্ক্রিনে আনতে একত্রিত হয়েছে দেশের সর্বাধুনিক শিক্ষা প্রযুক্তি (অ্যাডটেক) প্রতিষ্ঠান ‘শিখো’ এবং প্রযুক্তি জায়ান্ট ‘ওয়ালটন’। এই পার্টনারশিপ গর্বের সঙ্গে বাংলাদেশে তৈরি উন্নত প্রযুক্তির হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে মেলবন্ধন ঘটিয়ে সেরা মানের শিক্ষণীয় কনটেন্ট দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করবে।

ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই পার্টনারশিপকে আনুষ্ঠানিক রূপ দেওয়া হয়। সেখানে শিখোর প্রতিষ্ঠাতা ও সিইও শাহির চৌধুরী এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের পরিচালক রাইসা সিগমা ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলাম সরকার সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

শিক্ষার্থী ও পরিবারের জন্য ডিজিটাল শিক্ষার দ্বার উন্মুক্ত করতে শিখোর ইন্টারঅ্যাকটিভ লার্নিং প্ল্যাটফর্মটি এখন ওয়ালটনের স্মার্ট টিভিতে আরও উন্নতভাবে কাজ করবে। এই সহযোগিতা শিক্ষার মানোন্নয়নে একটি নতুন দিগন্তের সূচনা করবে।

শিখোর ভিপি (অপারেশনস) ইশমাম আহমেদ চৌধুরী বলেন, ‘এই পার্টনারশিপ শিক্ষাকে আরও সহজলভ্য করার ক্ষেত্রে একটি মাইলফলক। ওয়ালটনের স্থানীয়ভাবে তৈরি স্মার্ট টিভির সঙ্গে শিখোর ইন্টারেক্টিভ প্ল্যাটফর্মের সমন্বয় প্রমাণ করে যে উদ্ভাবন ও সহযোগিতা আমাদের জীবনকে বদলে দিতে পারে।’

ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের পরিচালক রাইসা সিগমা বলেন, ‘ওয়ালটন মানুষের জীবনকে সমৃদ্ধ করার মতো প্রযুক্তি তৈরি করে। শিখোর সঙ্গে মিলে আমরা বাংলাদেশে তৈরি প্রযুক্তি দিয়ে শিক্ষাকে আরও ভালোভাবে সবার কাছে পৌঁছে দিতে চাই।’

ওয়ালটনের বিশাল বিক্রয় নেটওয়ার্ক এবং শিখোর অত্যাধুনিক ডিজিটাল প্রযুক্তির সমন্বয়ে গড়ে ওঠা এই পার্টনারশিপের ফলে দেশের যে প্রান্তেই থাকুক না কেন, লক্ষ লক্ষ শিক্ষার্থী ঘরে বসেই নিজস্ব চাহিদা অনুযায়ী ডিজিটাল শিক্ষা গ্রহণের সুযোগ পাবে।