বিটিআরসির দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) দুই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। বিটিআরসির কর্মীদের নিপীড়নসহ বিভিন্ন অভিযোগ ওঠায় তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। এই দুই কর্মকর্তা হলেন প্রশাসন বিভাগের উপপরিচালক ও চেয়ারম্যানের একান্ত সচিব মো. আমজাদ হোসেন (নিপু) এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগের উপপরিচালক মাহদী আহমদ।

আজ রোববার বিটিআরসির প্রশাসন বিভাগের পরিচালক আফতাব মো. রাশেদুল ওয়াদুদ স্বাক্ষরিত আদেশে বলা হয়, ওই দুই কর্মকর্তা বিভিন্ন সময়ে কর্মচারীদের নিপীড়ন ও নিষ্পেশন করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া গণমাধ্যমে তাঁদের দুর্নীতির অভিযোগও এসেছে। তাই চাকরি প্রবিধিমালা অনুযায়ী তাঁদের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

এই দুই কর্মকর্তাকে বরখাস্তসহ বিভিন্ন দাবিতে বিটিআরসিতে বিক্ষোভ করেছেন কর্মকর্তা–কর্মচারীরা। সকাল থেকেই বিটিআরসির বিভিন্ন পর্যায়ের শতাধিক কর্মকর্তা-কর্মচারী বিক্ষোভে অংশ নেন। তাঁরা বলছেন, কোনো লেজুড়বৃত্তি, সিন্ডিকেট চলবে না। তাঁরা বৈষম্যের শিকার বলে অভিযোগ করেন। পাশাপাশি ওই দুই কর্মকর্তার মাধ্যমে বিভিন্নভাবে হেনস্তার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন তাঁরা।

বহিষ্কৃত আমজাদ হোসেন আজ কার্যালয়ে এলেও এক ফাঁকে অফিস থেকে বের হয়ে যান। অন্যদিকে মাহদী আহমদকে বিক্ষোভকারীরা ঘিরে রেখেছিলেন। পরে সন্ধ্যার দিকে তাঁদের পদত্যাগের আদেশ জারি হয়।

বিটিআরসির চেয়ারম্যান মো. মহিউদ্দিন আহমেদ ও ভাইস চেয়ারম্যান আমিনুল হকের কার্যালয়ে গিয়ে বিক্ষোভ করা হয়। চেয়ারম্যান কার্যালয়ে আসেননি এবং ভাইস চেয়ারম্যান মন্ত্রণালয়ে উপদেষ্টার সঙ্গে বৈঠকে ছিলেন। বিক্ষোভকারীরা চেয়ারম্যানেরও পদত্যাগ দাবি করছেন।