ভারতে বাংলাদেশি ‘নারীকে ধর্ষণ ও হত্যার’ ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশি নারীকে ‘ধর্ষণের পর হত্যার’ প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমাবেশ। ঢাকা, ২৬ জানুয়ারিছবি: প্রথম আলো

ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশি নারীকে ‘ধর্ষণের পর হত্যার’ প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। এ সময় তাঁরা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন।

আজ রোববার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। এ সময় ‘দিল্লি না ঢাকা’, ‘ভারতীয় আগ্রাসন, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ স্লোগান দেন শিক্ষার্থীরা।

সমাবেশে অংশ নিয়ে ইতিহাস বিভাগের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান বলেন, ‘ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশি নারীকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগের পতনের পর বাংলাদেশের বিরুদ্ধে ভারত প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এসব ঘটনা বাংলাদেশকে হেয়প্রতিপন্ন করার শামিল। ‌বাংলাদেশ স্বাধীন দেশ। এ দেশ নিয়ে চক্রান্ত কোনোভাবে সহ্য করা যায় না। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু বিচার কামনা করছি।’

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাকসুদুল হক বলেন, ‘ফেলানী হত্যার বিচার এখনো হয়নি। ভারত সব সময় বাংলাদেশ নিয়ে নাক গলায়। তারা সব সময় বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করতে চায়। আমাদের যে বোনকে হত্যা করা হয়েছে, এর সুষ্ঠু বিচার করা হোক।’

উল্লেখ্য, ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরু শহরের পূর্ব দিকে কালকেরে হ্রদের কাছ থেকে গত শুক্রবার বাংলাদেশি এক নারীর (২৮) মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় পুলিশের ধারণা, ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

আরও পড়ুন