সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২৩ ফেব্রুয়ারি, রোববার। গতকাল শনিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

নতুন দলের শীর্ষ ছয়টি পদ নিয়ে ‘সমঝোতা’

নাহিদ ইসলাম
ফাইল ছবি

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের শীর্ষ ছয়টি পদে কারা আসছেন, তা অনেকটাই চূড়ান্ত হয়েছে। দলের সাংগঠনিক কাঠামোতে ‘সমঝোতার’ ভিত্তিতে নতুন দুটি পদও সৃষ্টি করা হচ্ছে। আহ্বায়ক, সদস্যসচিব, মুখপাত্র এবং মুখ্য সংগঠকের পাশাপাশি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব নামে দুটি পদ রাখার সিদ্ধান্ত হয়েছে। বিস্তারিত পড়ুন...

যে সংস্থার নাম কেউ শোনেনি, তারাই পেয়েছে যুক্তরাষ্ট্রের ২৯ মিলিয়ন ডলার: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ফাইল ছবি: রয়টার্স

বাংলাদেশের রাজনীতি শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে এমন এক সংস্থা ২৯ মিলিয়ন ডলার পেয়েছে, যে সংস্থার নাম আগে কেউ শোনেনি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সংস্থায় মাত্র দুজন কাজ করেন বলে উল্লেখ করেছেন তিনি। বিস্তারিত পড়ুন...

প্রশাসনে ‘সুনামি’ও এক অ-ভিআইপি উপদেষ্টা

জনপ্রশাসনে রদবদল স্বাভাবিক প্রক্রিয়া হলেও একসঙ্গে বিপুলসংখ্যক কর্মকর্তাকে ওএসডি করা কিংবা বাধ্যতামূলক অবসরে পাঠানোর উদাহরণ খুব বেশি নেই। আওয়ামী লীগ সরকার বিএনপি-জামায়াতের দোসর কালিমা দিয়ে অনেক মেধাবী কর্মকর্তাকে ওএসডি করেছিল। ২৫ বছরের দোহাই দিয়ে অনেককে বাধ্যতামূলক অবসরেও পাঠানো হয়। এর আগে বিএনপি সরকারের আমলেও এমন ঘটনা ঘটেছে।
বিস্তারিত পড়ুন...

সাকিব এবার নতুন দলে, খেলতে পারবেন তো

ঢাকা প্রিমিয়ার লিগে নতুন দলে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান।
প্রথম আলো

মিরপুরে খেলে টেস্ট থেকে অবসর নিতে চেয়েও পারেননি। এরপর বিপিএলে চিটাগং কিংস তাঁকে দলে নিলেও খেলাতে পারেনি। গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে এখন পর্যন্ত দেশেই ফিরতে পারেননি তিনি। এর বাইরে মাঠের ক্রিকেটে আছে বোলিং-নিষেধাজ্ঞাও। বিস্তারিত পড়ুন...

সাদী আমার জীবনে জাদুর মতন: পরীমনি

পরীমনি ও শেখ সাদী
কোলাজ

শেখ সাদীর গাওয়া গান পরীমনি তাঁর ফেসবুক ওয়ালে শেয়ার করছেন। শেখ সাদীও শেয়ার করা গানের মন্তব্যের ঘরে লাভ ইমোজি দিচ্ছেন। পাল্টা লাভ ইমোজি দিচ্ছেন পরীমনিও। দুজনে আবার মজার খুনসুটিতে মেতে উঠছেন। এতে মোটামুটি পরিষ্কার, দুজনে প্রেম করছেন। বিস্তারিত পড়ুন...