মজুরি ও ঈদ বোনাসের দাবিতে আন্দোলনরত কর্মচারীর মৃত্যুতে গণতান্ত্রিক অধিকার কমিটির ক্ষোভ
বকেয়া মজুরি ও ঈদ বোনাসের দাবিতে আন্দোলনরত গার্মেন্টস কর্মচারীর মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে গণতান্ত্রিক অধিকার কমিটি। পাশাপাশি এ ঘটনায় ওই ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানানো হয়েছে।
আজ সোমবার গণতান্ত্রিক অধিকার কমিটির পক্ষে অধ্যাপক আনু মুহাম্মদ এই বিবৃতি দেন।
বিবৃতিতে বলা হয়, বকেয়া মজুরির দাবি করতে গিয়ে কর্মচারীর মৃত্যুর দায় কর্তৃপক্ষকেই নিতে হবে এবং যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। এ রকম ঘটনার পুনরাবৃত্তি ও হয়রানি ঠেকানোর পাশাপাশি দেশের সব খাতের শ্রমিকদের বকেয়া মজুরি ও বোনাস পরিশোধ এবং কৃষকের পণ্যের ন্যায্যদাম নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, রাজধানীর শ্রম ভবনের সামনে বেতন–ভাতার দাবিতে অবস্থান কর্মসূচি চলাকালে অসুস্থ হয়ে রাম প্রসাদ সিং (৪০) নামের একজনের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে তাঁর মৃত্যু হয়। রাম প্রসাদ গাজীপুরের স্টাইল ক্রাফট লিমিটেড ও ইয়াং ওয়ান্স (বিডি) লিমিটেডের সহকারী প্রোডাকশন ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
বিবৃতিতে বলা হয়, অভ্যুত্থান–পরবর্তী সময়েও ন্যূনতম বকেয়া মজুরি ও কারখানা খোলার দাবিতে বিভিন্ন অঞ্চলে শ্রমিকদের বারবার রাজপথে নেমে আসতে হচ্ছে। কিন্তু সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। স্টাইল ক্রাফটস লিমিটেডের ২৫০ শ্রমিক তাঁদের ১৪ মাসের বকেয়া মজুরি এবং ঈদ বোনাসের দাবিতে ৫ দিন ধরে ঢাকার বিজয়নগরে অবস্থিত শ্রম ভবনের সামনে অবস্থান নিয়েছিলেন। সেখানে আন্দোলনরত অবস্থায় কোম্পানির একজন কর্মকর্তা স্ট্রোক করেন এবং মৃত্যুবরণ করেন। গতকাল সকাল থেকে টিএনজেড গ্রুপের আ্যাপারেলস ইকো প্লাস লিমিটেডের প্রায় ৭০০ জন শ্রমিক ৩ মাসের বকেয়া মজুরি ও ঈদ বোনাসের দাবিতে অবস্থান করেছেন। এ ছাড়া সিলেটের কালাগুল, বুরজান, ছড়াগানসহ চারটি চা-বাগানের শ্রমিকেরা ১৪ সপ্তাহ ধরে মজুরি এবং ৮ সপ্তাহ ধরে রেশন পাচ্ছেন না।
চাষিদের দুর্ভোগের কথা তুলে ধরে বিবৃতিতে বলা হয়, কোল্ডস্টোরেজের মালিকেরা রাতারাতি প্রতি কেজি আলুর ভাড়া দ্বিগুণ করেছেন। ফলে কোল্ডস্টোরেজে আলু রাখতে পারছেন না কৃষকেরা; বরং উৎপাদন খরচের চেয়ে অনেক কম দামে আলু বিক্রি করে দিতে হচ্ছে। টমেটো ও পেঁয়াজচাষিদের ক্ষেত্রে একই রকম ঘটনা দেখা যাচ্ছে। পোশাকশ্রমিক, চা–শ্রমিক, আলু, টমেটো, পেঁয়াজচাষিসহ এই মেহনতি মানুষদের চরম অনিশ্চয়তা ও বঞ্চনার মধ্য দিয়ে যেতে হচ্ছে, তা কোনোভাবেই গণ–অভ্যুত্থানের প্রত্যাশার সঙ্গে সংগতিপূর্ণ নয়।