দেয়ালের সৌন্দর্য সজীব রাখে যে রং
গৃহসজ্জা ও রঙের ক্ষেত্রে গ্রাহকদের অন্যতম প্রধান আকাঙ্ক্ষা হলো দেয়ালের সৌন্দর্য, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং রঙের দীর্ঘস্থায়ী উজ্জ্বলতা। গ্রাহকদের আকাঙ্ক্ষা পূরণ করতে এশিয়ান পেইন্টস বাংলাদেশ নিয়ে এলো দেশের প্রথম প্রযুক্তিনির্ভর আল্ট্রা ননস্টিক পেইন্ট, যা অ্যান্টি-স্টেইন পলিমার প্রযুক্তির সমন্বয়ে উন্নত করা হয়েছে। এই অত্যাধুনিক প্রযুক্তি দেয়ালেকে এমনভাবে সুরক্ষা দেয় যাতে ধুলো-ময়লা এবং দাগ জমতে দেয় না।
আল্ট্রা ননস্টিক পেইন্টের উন্নত প্রযুক্তি দেয়ালের সৌন্দর্য দীর্ঘস্থায়ী করে, সেইসঙ্গে ঘরের অভ্যন্তর ও বাইরের উভয় ক্ষেত্রেই বাড়ির দেয়াল দীর্ঘদিন ধরে উজ্জ্বল ও দৃষ্টিনন্দন রাখতে সহায়তা করে। এই পেইন্ট ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র উভয় ক্ষেত্রে সৌন্দর্যের নতুন মাত্রা যোগ করে। আল্ট্রা ননস্টিক ইন্টেরিয়র প্রিমিয়াম ইমালসন ঘরের অভ্যন্তরের দেয়ালের জন্য তৈরি, যা সাধারণ প্লাস্টিক পেইন্টের তুলনায় ৫ গুণ মসৃণতা এবং ২ গুণ বেশি উজ্জ্বলতা প্রদান করে। এটি দেয়ালে নরম ও চকচকে ফিনিশ এনে বিলাসবহুল পরিবেশ তৈরি করে। বাইরের দেয়ালের জন্য, আল্ট্রা ননস্টিক এক্সটেরিয়র প্রিমিয়াম ইমালসন ব্যবহৃত হয়, যার ডাস্ট পিক-আপ রেজিস্ট্যান্স প্রযুক্তি ধুলো জমতে দেয় না, ফলে রঙ দীর্ঘদিন উজ্জ্বল ও জীবন্ত থাকে।
এশিয়ান পেইন্টস বাংলাদেশ শুধুমাত্র রঙের সৌন্দর্যের উপর গুরুত্ব দেয় না, বরং দেয়ালের স্থায়িত্ব এবং পরিবেশবান্ধব উদ্ভাবনে সচেতন। আল্ট্রা ননস্টিক পেইন্ট কম ভিওসি নির্গমনকারী, যা ঘরের বাতাসকে বিশুদ্ধ রাখে এবং স্বাস্থ্যবান্ধব পরিবেশ নিশ্চিত করে।