সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ৮ জানুয়ারি, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

টিউলিপ-জয়সহ শেখ হাসিনা-শেখ রেহানার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব

সজীব আহমেদ ওয়াজেদ (জয়) ও টিউলিপ রিজওয়ানা সিদ্দিক
ফাইল ছবি

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানাসহ তাঁদের পরিবারের সব সদস্যের ব্যাংক হিসাবের তথ্য তলব করা করেছে। শেখ হাসিনার পাশাপাশি তাঁর মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন (পুতুল) ও ছেলে সজীব আহমেদ ওয়াজেদের (জয়) ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে। বিস্তারিত পড়ুন...

চৌধুরী নাফিজ সরাফাত, তাঁর স্ত্রী ও ছেলের ২২ ফ্ল্যাট, জমি, প্লট ক্রোকের আদেশ

চৌধুরী নাফিজ সরাফাত
ফাইল ছবি

পদ্মা ব্যাংকের (সাবেক ফারমার্স ব্যাংক) সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত, তাঁর স্ত্রী ও ছেলের নামে থাকা ২২টি ফ্ল্যাট, ২টি বাড়িসহ সব প্লট ও জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন মঙ্গলবার এ আদেশ দেন। বিস্তারিত পড়ুন...

সচিবালয়ের সামনে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পুলিশের লাঠিপেটা

প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করার পর সচিবালয়ে সামনে অবস্থান নেয় পুলিশের সাঁজোয়া যানে (এপিসি)। আজ মঙ্গলবার বিকেলের চিত্র
ছবি: প্রথম আলো

রাজধানীর সচিবালয়ের সামনে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির একদল শিক্ষার্থীর সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। বিস্তারিত পড়ুন...

কানাডার অনেকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে তাঁদের দেশকে দেখতে চায়: ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প
ফাইল ছবি: রয়টার্স

প্রতিবেশী দেশ কানাডার অনেক বাসিন্দা চান, তাঁদের দেশকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করা হোক। কানাডা যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত হয়, তাহলে দেশটিকে কোনো বাণিজ্য শুল্ক দিতে হবে না, করের পরিমাণও কমবে। জাস্টিন ট্রুডো সোমবার কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ কথা বলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত পড়ুন...

উদিত নারায়ণের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড

মঞ্চে উদিত নারায়ণ। ছবি: ইনস্টাগ্রাম

বলিউডের জনপ্রিয় গায়ক উদিত নারায়ণের বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত ৯টা ১৫ মিনিটের দিকে শিল্পীর আন্ধেরির শাস্ত্রী নগরের বহুতল ভবনে এ ঘটনা ঘটে। শিল্পী থাকেন ওই ভবনের ৯ তলায়। বিস্তারিত পড়ুন...