আকর্ষণীয় মূল্যছাড়ে পাঁচ লাখ টিকিট বিক্রি শুরু এয়ার অ্যারাবিয়ার

‘এয়ার অ্যারাবিয়া’ তাদের প্রতিষ্ঠানের নেটওয়ার্কজুড়ে পাঁচ লাখ আসনের জন্য ‘সুপার সিট সেল’ শীর্ষক বিশেষ মূল্যছাড়ের অফার ঘোষণা করেছেছবি: এয়ার অ্যারাবিয়ার সৌজন্যে

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার অন্যতম শীর্ষস্থানীয় সাশ্রয়ী এয়ারলাইনস সংস্থা ‘এয়ার অ্যারাবিয়া’ তাদের প্রতিষ্ঠানের নেটওয়ার্কজুড়ে পাঁচ লাখ আসনের জন্য ‘সুপার সিট সেল’ শীর্ষক বিশেষ মূল্যছাড়ের অফার ঘোষণা করেছে।

এই অফারের মধ্যে রয়েছে বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজা ও আবুধাবি এবং সৌদি আরব, তুরস্ক, জর্ডান, কাতার, পোল্যান্ড, গ্রিস, ইতালি, মিসর, আজারবাইজানসহ আরও অনেক গন্তব্যের ননস্টপ ফ্লাইট, যার একমুখী ভাড়া মাত্র ১১ হাজার ৮৬৬ টাকা থেকে শুরু।

বিশেষ এই মূল্যছাড়ের অফারটি পেতে সিট বুকিং দিতে হবে ১৭ ফেব্রুয়ারি থেকে আগামী ২ মার্চ ২০২৫-এর মধ্যে এবং ভ্রমণ করতে পারবেন আগামী ১ সেপ্টেম্বর ২০২৫ থেকে ২৮ মার্চ ২০২৬-এর মধ্যে। টিকিট বুক করতে ভিজিট করুন।

অফারটির মাধ্যমে মাত্র ১১ হাজার ৮৬৬ টাকায় যাত্রীরা পাচ্ছেন ঢাকা ও চট্টগ্রাম থেকে শারজা, আবুধাবিসহ অন্যান্য অনেক গন্তব্য পর্যন্ত ননস্টপ ফ্লাইটের সুবিধা। সংযুক্ত আরব আমিরাত, মরক্কো ও মিসরে অবস্থিত পাঁচটি কৌশলগত কেন্দ্র থেকে দুই শতাধিক রুটে এয়ার অ্যারাবিয়া তাদের ফ্লাইট পরিচালনা করে আসছে এবং বিমানশিল্পে একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান শক্তিশালী করেছে।

বিমান চলাচল সেবায় পুরস্কারপ্রাপ্ত এয়ারলাইনস ‘এয়ার অ্যারাবিয়া’ সব সময় তাদের যাত্রীদের আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে, গ্রাহকদের আস্থা অর্জন করে তাঁদের অসাধারণ ভ্রমণ অভিজ্ঞতা প্রদানে ও যাত্রীসেবার ক্ষেত্রে অনন্য মান নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.airarabia.com