গণ–অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের চেষ্টা করছে সরকার: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আবদুল হাফিজ

জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের সঙ্গে মতবিনিময় ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আবদুল হাফিজ। ঢাকা, ২৫ মার্চছবি: প্রথম আলো

জুলাই গণ–অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন করতে অন্তর্বর্তী সরকার ‘আপ্রাণ চেষ্টা করছে’ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজ।

আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের মিলনায়তনে জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের সঙ্গে মতবিনিময় ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে আবদুল হাফিজ এ কথা বলেন। জাগ্রত নাগরিক সমাজ নামের একটি অরাজনৈতিক সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।

পরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে আহত রোগীদের জন্য বিশেষায়িত ওয়ার্ড পরিদর্শন করে তাঁদের হাতে ঈদের উপহার তুলে দেন প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী।

আহতদের উদ্দেশে আবদুল হাফিজ বলেন, ‘আপনাদের এই ত্যাগ অবিস্মরণীয়, অতুলনীয়। আপনাদের মতো আমরা রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন, সংগ্রাম করতে পারিনি। বুক পেতে দিতে পারিনি। এ জন্য আপনাদের প্রতি আমার ঈর্ষা হয়।’

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের স্বাস্থ্যবিষয়ক প্রধান ব্রিগেডিয়ার জেনারেল জালাল উদ্দীন বলেন, ‘তোমাদের এই অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। প্রজন্ম থেকে প্রজন্ম যেন এই বীরত্বগাথা জানতে পারে, সেই ব্যবস্থা আমরা করব।’

অনুষ্ঠানে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন ১৪০ জন এবং পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ১৩০ জনের হাতে উপহার তুলে দেওয়া হয়। উপহারের প্যাকেটে ছিল ১ কেজি পোলাওর চাল, ১ কেজি মসুর ডাল, ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ২ প্যাকেট লাচ্ছা সেমাই, কিশমিশ, গরম মসলা, গুঁড়া দুধ ও নুডলস।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আবদুল হাফিজ। ঢাকা, ২৫ মার্চ
ছবি: প্রথম আলো

এ সময় জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক মো. খায়ের আহমেদ চৌধুরী ও জাগ্রত নাগরিক সমাজের চেয়ারম্যান অধ্যাপক আবদুল হামিদ বক্তব্য দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাগ্রত নাগরিক সমাজের উপদেষ্টামণ্ডলীর সদস্য আলমগীর হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) নাসিমুল গণি, মেজর (অব.) জামান, সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান, সহকারী সাধারণ সম্পাদক জাহিদ, জনসংযোগ সম্পাদক রিজওয়ানা কবীর প্রমুখ।