প্ল্যাকার্ডে ‘শো ইসরায়েল দ্য রেড কার্ড’, ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সমাবেশ হয়েছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা হচ্ছে না। বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে জোরেশোরে এ কর্মসূচি পালিত হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য ও অপরাজেয় বাংলার সামনে বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেছেন।
এ সময় তাঁদের হাতে ‘বয়কট ট্রাম্প, সেভ ফিলিস্তিন’, ‘বয়কট ইউএসএ’ লেখা বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।
রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ চলাকালে সরকারি বিজ্ঞান কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী রাফিউল আজম সিফাত প্রথম আলোকে বলে, ‘গাজায় এমন নির্মম গণহত্যার দৃশ্য দেখার পর থেকে আর সুস্থির থাকতে পারছি না। আজকে বিশ্বব্যাপী কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে আমরা আমাদের ক্লাস বাতিল করেছি। আমরা ফিলিস্তিনি মানুষের মুক্তি চাই। স্বাধীন ফিলিস্তিন চাই।’
একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন। তাঁদের হাতে ‘শো ইসরায়েল দ্য রেড কার্ড’ প্ল্যাকার্ড ছিল।
গাজায় নির্বিচারে হত্যার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সমবেদনা জানিয়ে সংহতি সমাবেশ থেকে তিন দফা দাবি ও কর্মসূচি ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। সমিতির সাধারণ সম্পাদক রইছ উদ্দীনের ঘোষণা করা তিন দফা হলো—গাজায় বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে ২৪ ঘন্টার মধ্যে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানো, মার্কিন দূতাবাসের উদ্দেশ্যে লংমার্চ ও স্মারকলিপি দেওয়া এবং দেশে ইসরায়েলি পণ্য নিষিদ্ধ করা।
আজ দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই সমাবেশ করে শিক্ষক সমিতি।
সমাবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রেজাউল করিম বলেন, ‘একটা জাতির ওপর এভাবে দিনের পর দিন হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। কিন্তু বিশ্বের মুসলিম উম্মাহ ও সংগঠনের কোনো টনক নড়ছে না। কাজেই আমাদের জায়গা থেকে যা যা করা সম্ভব আমরা করব।’
ঢাকার মোহাম্মদপুরে দুপুরে গাজায় হামলার প্রতিবাদে বিভিন্ন সংগঠনের প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দুপুর সাড়ে ১২টার দিকে বিভিন্ন পেশাজীবীদের বিক্ষোভ মিছিল বের হয়েছে। এ সময় অ্যাপ্রন পরে চিকিৎসকদের মিছিলে অংশ নিতে দেখা যায়। দেখা গেছে শিশুদেরও। ‘সেভ গাজা’, ‘স্টপ জেনোসাইড টু গাজা’ লেখা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে বিক্ষোভকারীরা মিছিলে অংশ নেন।
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষোভ মিছিল করেন বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ), ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (আইইউবি), আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি) ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানান শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক ও কর্মকর্তারা।
নর্থ সাউথ ইউনিভার্সিটির আট নম্বর গেট এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। মিছিল বসুন্ধরা আবাসিক এলাকা প্রদক্ষিণ করে আবারও একই জায়গায় এসে শেষ হয়। এতে কয়েক শ শিক্ষার্থী অংশ নেন। মিছিলে ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’, ‘বয়কট ইসরায়েল’, ‘ইসরায়েলের কালো হাত-ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘ইসরায়েল উইল বি সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’ স্লোগান দেওয়া হয়।
নর্থ সাউথ ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হাসিবুল হোসেন বলেন, ‘আমরা ফিলিস্তিনে গণহত্যা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবি জানাচ্ছি। পাশাপাশি স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা এবং গাজায় গণহত্যা বন্ধে বাংলাদেশ সরকার যেন প্রয়োজনীয় কূটনৈতিক উদ্যোগ নেয়, সেই দাবিও জানাচ্ছি।’
বিক্ষোভে অংশ নেওয়া ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থী আজমাইন নাফিস বলেন, ‘ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি। গাজায় ইসরায়েলি বাহিনী নির্বিচারে নারী-শিশুসহ সেখানকার মানুষদের হত্যা করছে। আমরা তা বন্ধের দাবি জানাচ্ছি। পাশাপাশি ইসরায়েলের সব পণ্য বাংলাদেশে নিষিদ্ধের দাবি জানাচ্ছি।’
আমাদের প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবরে জানা গেছে, ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জায়গায় গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জে বিভিন্ন স্কুল–কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন। বেলা ১১টার দিকে নগরের চাষাঢ়া গোলচত্বর এলাকায় শিক্ষার্থীরা অবস্থান নিলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে যানজটের সৃষ্টি হয়।
খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন । সকাল সাড়ে ১০টায় ক্যাম্পাসের হাদী চত্বরে ওই কর্মসূচি শুরু হয়, শেষ হয় দুপুর পৌনে ১২টার দিকে। ‘মার্চ ফর প্যালেস্টাইন’ নামের ওই কর্মসূচিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। খুলনার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বিকেলে নগরের শিববাড়ি মোড়ে সর্বদলীয় বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
চাঁদপুরেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে । সকাল সাড়ে ১০টার দিকে শহরের হাসান আলী উচ্চবিদ্যালয় মাঠ থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশ করেন।
ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে আজ দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে প্রশাসনের উদ্যোগে সমাবেশ হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তাকর্মচারীরা অংশ নেয়।
ফরিদপুরেও বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বেলা ১১টার দিকে ফরিদপুরের সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে উক্ত কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়। পরে মিছিলটি মুজিব সড়ক ধরে নিলটুলী মহল্লা পাড় হয়ে জনতা ব্যংকের মোড় ও আলীপুরের মোড় পযন্ত যায়। এরপর প্রায় এক ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করে।
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র্যালি ও সংহতি সমাবেশ হয়েছে। দুপুরে বিশ্ববিদ্যালয় ‘শাবিপ্রবির শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থী’ ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষক-শিক্ষার্থীরা দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে ও প্রতিবাদ সভায় অংশ নেয়। বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বারের মোড় থেকে শুরু হয়ে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তন, টিএসসি, ছাত্রী হল সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে কেআর মার্কেটে গিয়ে কিছুক্ষণ অবস্থান করে। পরে সেখান থেকে সমাবর্তন চত্বরে এসে মিছিলটি শেষ হয়।
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিবিপ্রবি) সব পরীক্ষা ও ক্লাস স্থগিত ঘোষণা করে মানববন্ধন করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. শহীদুল ইসলাম বলেন, ইসরায়েল একটা জাতিকে ধীরে ধীরে ধ্বংস করে ফেলছে। এটা কারও পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। কিন্তু এমন বর্বর হত্যাযজ্ঞের পরও বিশ্ববাসী নীরব। আমরা আজকের এই মানববন্ধন থেকে ফিলিস্তিনের সাধারণ জনগণের পাশে দাঁড়ানোর জন্য জাতিসংঘ থেকে শুরু করে বিশ্ববাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাই।
বেলা দুইটার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়।
নওগাঁ শহরের বিভিন্ন জায়গায় শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলসহ অন্তত ১০টি সংগঠন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।