পিএসসির অফিস সহায়কের বিরুদ্ধে টাকা চুরির মামলা
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক অফিস সহকারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। তা ছাড়া বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের পর পিএসসির নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
মঙ্গলবার পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, পিএসসিতে অতীতের মতো বর্তমানেও কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। কমিশন ভবনের দশম তলার আইন অধিশাখার অফিস সহায়ক মাশরুর ইব্রাহিমের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় একটি মামলা করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি ওই তলার পিএসসি সচিবালয়ের সাতটি আঞ্চলিক কার্যালয় প্রতিষ্ঠাসহ সক্ষমতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের সাবেক প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মো. ফজলুর রহমানের কক্ষে অফিস সময়ের পর অবৈধভাবে প্রবেশ করেছিলেন।
এ বিষয়ে জানতে সন্ধ্যায় যোগাযোগ করা হলে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আহাদ প্রথম আলোকে বলেন, ‘পিএসসির কর্মকর্তা ফজলুর রহমানের কক্ষ থেকে সাড়ে ২১ হাজার টাকা চুরি করেছিলেন অফিস সহায়ক মাশরুর ইব্রাহিম। ওই ঘটনায় গত সোমবার তাঁর বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় একটি চুরির মামলা হয়।’