সাবেক প্রতিমন্ত্রী আবদুল ওয়াদুদ ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা করল দুদক

সাবেক পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. আবদুল ওয়াদুদফাইল ছবি

উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে ২ দফায় ৪ কোটি ২০ লাখ টাকা উত্তোলন করে আত্মসাতের অভিযোগে সাবেক পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আবদুল ওয়াদুদ এবং তাঁর স্ত্রী মনোয়ারা বেগমের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পাশাপাশি তাঁদের সহযোগিতার অভিযোগে এসব মামলার একটিতে আরও ছয়জনকে এবং আরেকটিতে পাঁচজনকে আসামি করা হয়েছে।

আজ বুধবার দুদকের প্রধান কার্যালয়ে মামলা দুটি করা হয়।

দুদক বলছে, ক্ষমতার অপব্যবহার করে বোর্ড সভার অনুমোদন না নিয়ে এবং কোনো ধরনের রেকর্ডপত্র জমা না দিয়ে আবদুল ওয়াদুদ বেঙ্গল গ্যাস লিমিটেড ও কাজী এনার্জি রিসোর্স লিমিটেডের নামে টাকা তুলে আত্মসাৎ করেছেন। বেঙ্গল গ্যাস লিমিটেডের চেয়ারম্যান হলেন সাবেক প্রতিমন্ত্রী আবদুল ওয়াদুদ, পরিচালক তাঁর স্ত্রী মনোয়ারা বেগম। কাজী এনার্জি রিসোর্স লিমিটেডের চেয়ারম্যান হলেন মনোয়ারা বেগম এবং ব্যবস্থাপনা পরিচালক আবদুল ওয়াদুদ।

রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক আকতারুল ইসলাম সাংবাদিকদের বলেন, বেঙ্গল গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ প্রতিষ্ঠানটির ছয়জন বর্তমান ও সাবেক কর্মকর্তার যোগসাজশে এই টাকা আত্মসাৎ করা হয়।

দুদক সূত্র জানায়, বেঙ্গল গ্যাস লিমিটেডের নামে ২ কোটি ৭০ লাখ টাকা উত্তোলন করে আত্মসাতে আবদুল ওয়াদুদকে সহযোগিতা করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক গাউস মোহাম্মদ হাসান জাহিদ এবং উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম শামসুল আরেফীন, সাবেক ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ট্রেজারি মোহাম্মদ মাইন উদ্দিন, সাবেক ভাইস প্রেসিডেন্ট কাজী আরিফুজ্জামান, সাবেক অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এস এম কামরুজ্জামান এবং সাবেক কর্মকর্তা মিঠু কুমার সাহা। এ মামলায় সাবেক প্রতিমন্ত্রী ও তাঁর স্ত্রী ছাড়াও এই ছয় কর্মকর্তাকে আসামি করা হয়েছে।

আর কাজী এনার্জি রিসোর্স লিমিটেডের নামে উত্তরা ফাইন্যান্স থেকে দেড় কোটি টাকা উত্তোলন করে আত্মসাতের ঘটনায় করা মামলায় বেঙ্গল গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গাউস মোহাম্মদ হাসান জাহিদ ছাড়া অন্য সাতজনকে আসামি করা হয়।