বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচনের আহ্বান কমনওয়েলথের
বাংলাদেশে আসন্ন সংসদ নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের সহায়ক পরিবেশ তৈরি করতে সব রাজনীতিক ও নাগরিক সমাজের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন কমনওয়েলথের মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড।
শুক্রবার কমনওয়েলথের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। গণতান্ত্রিক শাসনের প্রতি বাংলাদেশের যে লালিত মূল্যবোধ, তা শক্তিশালী করতে নেতাদের প্রতি আহ্বান জানান কমনওয়েলথের মহাসচিব।
কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে ২০২৪ সালে বাংলাদেশেই প্রথম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে উল্লেখ করেন প্যাট্রিসিয়া স্কটল্যান্ড। তিনি বলেন, ‘এ বছর বিশ্বের ৬০টির বেশি দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই দেশগুলোয় বিশ্বের অর্ধেকের বেশি মানুষের বসবাস। এমন এক বছরে শান্তি ও গণতন্ত্রের প্রতি কমনওয়েলথ পরিবারের প্রতিশ্রুতি কথা আমরা মনে রাখব।’
আগামী রোববারের নির্বাচন সামনে রেখে কমনওয়েলথের মহাসচিব বলেন, ‘বাংলাদেশে মানবাধিকার, আইনের শাসন ও গণতন্ত্রে কমনওয়েলথের মূল্যবোধ এগিয়ে নিতে সবাইকে উৎসাহিত করার জন্য আমি নেতা, প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি।’
তরুণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রতি কমনওয়েলথের দায়িত্বের বিষয়টি তুলে ধরে প্যাট্রিসিয়া স্কটল্যান্ড বলেন, ‘সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়াকে এগিয়ে নিতে আমি সব রাজনৈতিক ও বেসামরিক নেতাকে আহ্বান জানিয়েছি। এ ছাড়া সহিংসতা ও বিদ্বেষমূলক বক্তব্য দিতে নিরুৎসাহিত করেছি। আমি নিশ্চিত, এর মাধ্যমে আমি কমনওয়েলথের গুরুত্বপূর্ণ সদস্যরাষ্ট্র বাংলাদেশের মানুষের মনোভাবগুলোই তুলে ধরেছি।’
কমনওয়েলথের মহাসচিব বলেন, ‘আমরা যখন নাগরিক সমাজের অমূল্য অবদানগুলোকে উৎসাহিত করি এবং বিচার বিভাগীয় ও সংবাদমাধ্যমের স্বাধীনতাকে এগিয়ে নিই, তখন কমনওয়েলথ পরিবার আরও সমৃদ্ধ হয়। বাংলাদেশ যখন এই গুরুত্বপূর্ণ মুহূর্তের (নির্বাচন) কাছাকাছি, তখন আমি দেশটির সব নেতা ও মানুষকে তাঁদের প্রিয় সোনার বাংলায় গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখার জন্য শুভকামনা জানাই।’