- অনুষ্ঠানে যোগ দিচ্ছেন অতিথিরা
- চলছে মুক্ত আড্ডা
- প্রথম আলোর পথচলার গল্প
- জীবন পরাজিত হয় না
সুধী সমাবেশের সরাসরি অনুষ্ঠানে স্বাগত
সুধী সমাবেশের সরাসরি অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানে একে একে আসছেন আমন্ত্রিত অতিথিরা। আসছেন দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনেরা
অনুষ্ঠানে যোগ দিচ্ছেন অতিথিরা
প্রথম আলোর রজতজয়ন্তী উপলক্ষে আজ সন্ধ্যায় শুরু হয়েছে সুধী সমাবেশ। ঢাকা র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনের গ্র্যান্ড বলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন সুধী সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রথম আলোর অংশীজন ও শুভানুধ্যায়ীরা
চলছে মুক্ত আড্ডা
প্রথম আলোর রজতজয়ন্তী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে উপস্থিত হয়েছেন রাজনীতিবিদ, শিক্ষাবিদ, ব্যবসায়ী, ক্রীড়াবিদ, শিল্পীসহ বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্টজনেরা৷ মূল অনুষ্ঠান শুরু হবে রাত আটটায়। এখন চলছে কুশল বিনিময় ও মুক্ত আড্ডা।
যন্ত্রসংগীতে স্বাগত
মূল মঞ্চে অনুষ্ঠান শুরু। অতিথিদের স্বাগত জানাতে পরিবেশন করা হচ্ছে যন্ত্রসংগীত। রাগ দেশ এবং মালহারের এই ফিউশনের সংগীত পরিচালনা করেছেন মানাম আহমেদ।
প্রথম আলোর পথচলার গল্প
প্রথম আলোর ২৫ বছরের পথচলার গল্পটা অনেক বড়। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান সেই গল্পে শোনাতে গিয়েছিলেন ঝিনাইদহে প্রথম আলো সড়কে। পর্দায় দেখানো হচ্ছে বিশেষ প্রামাণ্যচিত্র। প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছেন রেদোয়ান রনি।
জীবন পরাজিত হয় না
প্রথম আলো ট্রাস্টের শিক্ষাবৃত্তি নিয়ে সিনথিয়া পড়েছেন চট্টগ্রামে অবস্থিত এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে। এখন চাকরি করছেন ফ্রান্সের প্যারিসের একটি বেসরকারি সংস্থায়। অনুষ্ঠানে সিনথিয়া বললেন, জীবন পরাজিত হয় না। জীবন জয়ী হয়।
মঞ্চে গল্পের চার নায়ক
উপস্থিত আছেন প্রামাণ্যচিত্রে দেখানো গল্পের চার নায়ক। মাসুদা আক্তার, সিনথিয়া খন্দকার, লিমন হোসেন ও প্রথম আলোর ঝিনাইদহের নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান। মঞ্চে এসেছেন চারজনই৷ তাদের ফুল দিয়ে অভিনন্দন জানান প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।
‘আমাদের বিশ্বাস, মানুষ এগিয়ে যাবে’
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বক্তব্য দিচ্ছেন। তিনি বলেন, বাংলাদেশ এবং পৃথিবী কঠিন সময় পার করছে। অর্থনীতিতে সংকট, রাজনীতিতে অনিশ্চয়তা। তবু আমরা বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ এমন সাহসী, এমন হার না-মানা যে তাদের একটাই পাওনা—জয়, বাংলাদেশের জয়। আমরা এই হার না-মানা বাংলাদেশের গল্প বলছি, বলে যাব, স্বপ্ন রচনা করছি, করে যাব। বাধা আসবে, আমরা পেরিয়ে যাব। হারবে না বাংলাদেশ, সঙ্গে পথ চলবে প্রথম আলো।
'সাংবাদিকতায় লতিফুর রহমান পুরস্কার' পেলেন শিশির মোড়ল
মিডিয়াস্টার লিমিটেডের প্রয়াত চেয়ারম্যান লতিফুর রহমানের নামে প্রবর্তন করা হয়েছে 'সাংবাদিকতায় লতিফুর রহমান পুরস্কার'। প্রথম আলোর সেরা সাংবাদিক এই পুরস্কার পান। এ বছর পুরস্কার পেয়েছেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি শিশির মোড়ল। পুরস্কার তুলে দেন মিডিয়াস্টার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং ট্রান্সকম গ্রুপের গ্রুপ সিইও সিমিন রহমান।
বাংলাদেশের লড়াকু মানুষদের বিজয় হবেই: সিমিন রহমান
ট্রান্সকম গ্রুপের গ্রুপ সিইও সিমিন রহমান বলেন, মিডিয়াস্টার লিমিটেডের প্রয়াত চেয়ারম্যান লতিফুর রহমানের প্রবল আবেগ ছিল প্রথম আলো নিয়ে। ২৫ বছর পেরিয়ে প্রথম আলো এখন দেশের শীর্ষ গণমাধ্যম। প্রথম আলো জনগণের কণ্ঠ হয়েই থাকবে। একই শক্তি ও মনোবল নিয়ে এগিয়ে যাবে প্রথম আলো। পাশে থাকার জন্য পাঠকদের ধন্যবাদ। বাংলাদেশের লড়াকু মানুষদের বিজয় হবেই। হারবে না বাংলাদেশ।
‘হারবে না বাংলাদেশ’
প্রথম আলো আন্তরিকভাবে বিশ্বাস করে, হারবে না বাংলাদেশ। সেই বিশ্বাসের কথা ধ্বনিত হয় সুরে সুরে। তোফায়েল আহমেদ পদ্মর লেখা ও ইমন চৌধুরীর সংগীতায়োজনে 'হারবে না বাংলাদেশ' গান শোনান শিল্পী সানিয়া সুলতানা লিজা, অবন্তি সিঁথি, আতিয়া আনিসা, মাহাতিম সাকিব, অয়ন চাকলাদার ও তানজিব সারওয়ার।
নৈশভোজে অতিথিরা
মঞ্চে আসেন অনুষ্ঠানের সঞ্চালক প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক। প্রথম আলোর রজতজয়ন্তীর শুভেচ্ছা জানান সবাইকে। হারবে না বাংলাদেশ-এই আশাবাদের মধ্য দিয়ে মঞ্চের পরিবেশনা শেষের ঘোষণা দেন তিনি। অতিথিদের নৈশভোজে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান তিনি।
আড্ডা-গল্পের ফাঁকে ফাঁকে চলছে নৈশভোজ। এর মধ্য দিয়ে শেষ হয় প্রথম আলোর রজতজয়ন্তী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশ। ঢাকা র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনের গ্র্যান্ড বলরুমে এই অনুষ্ঠানে যোগ দেন সুধী সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রথম আলোর অংশীজন ও শুভানুধ্যায়ীরা।
প্রথম আলোর রজতজয়ন্তী উপলক্ষে ঢাকা র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনের গ্র্যান্ড বলরুমে আয়োজিত সুধী সমাবেশের সরাসরি সম্প্রচার এখানেই শেষ হলো। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ‘পথ হারাবে না বাংলাদেশ’।