জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির মেয়াদ এক বছর বাড়ল

আজ শনিবার প্রেসক্লাবের অতিরিক্ত সাধারণ সভা অনুষ্ঠিত হয়ছবি: সংগৃহীত

জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির মেয়াদ এক বছর বাড়িয়ে আগামী বছরের ডিসেম্বরে নির্বাচন করার সিদ্ধান্ত হয়েছে। আজ শনিবার প্রেসক্লাবের অতিরিক্ত সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয়।

জাতীয় প্রেসক্লাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় লিখিত বক্তব্য দেন সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। বক্তব্যে তিনি দেশের বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করে সদস্যদের মতামতের জন্য প্রস্তাবটি (মেয়াদ বৃদ্ধি) পেশ করলে তা সর্বসম্মতভাবে গৃহীত হয়।

মেয়াদ বৃদ্ধির প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন প্রেসক্লাবের সদস্য আমিরুল ইসলাম কাগজী, সরদার ফরিদ আহমদ, কায়কোবাদ মিলন, মাহবুব আলম, মাহমুদ শফিক, সৈয়দ তোশারফ আলী, বাছির জামাল, শহিদুল ইসলাম, খুরশীদ আলম, সাঈদ খান, খন্দকার আলমগীর হোসেন, ডি এম অমর, রোজী ফেরদৌস, মমতাজ বিলকিস বানু, শাহিন হাসনাত, ওবায়দুর রহমান শাহিন ও সুলতান মাহমুদ।

বক্তারা ফ্যাসিবাদের দোসরদের অবিলম্বে প্রেসক্লাব থেকে বহিষ্কারের দাবি জানান। পাশাপাশি তাঁরা বিগত কমিটির অনিয়ম ও আর্থিক দুর্নীতি তদন্ত করে তা প্রকাশের আহ্বান জানান। এ ছাড়া এ সভায় (শনিবারের অতিরিক্ত সাধারণ সভা) বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের সদস্যপদ বাতিলের দাবিও জানান তাঁরা।

সভায় অন্যদের মধ্যে জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, সৈয়দ আবদাল আহমদ, কবি আবদুল হাই শিকদার, মাসুমুর রহমান খলিলী, মো. মোমিন হোসেন, শাহনাজ বেগম ও কোষাধ্যক্ষ বখতিয়ার রানা উপস্থিত ছিলেন।