চালু হলো বাংলাদেশ জাতীয় যোগ্যতা কাঠামো
চালু হলো বাংলাদেশ জাতীয় যোগ্যতা কাঠামো (বিএনকিউএফ)। রোববার রাজধানীর একটি হোটেলে বিএনকিউএফ–এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এই অনুষ্ঠানের আয়োজন করে।
মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনকিউএফ একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত কাঠামো। এতে জ্ঞান, দক্ষতা ও সক্ষমতার উন্নয়ন, শ্রেণিবিন্যাস ও স্বীকৃতিকে কয়েকটি স্তরে সমন্বয় করা হয়েছে। এ কাঠামোতে ১০টি স্তরে উচ্চশিক্ষা, সাধারণ, কারিগরি, মাদ্রাসা শিক্ষার মধ্যে সমন্বয় ও আন্তসংযোগের ব্যবস্থা রয়েছে। এর ফলে কেউ চাইলে একটি শিক্ষা স্তর থেকে আরেকটিতে স্থানান্তরিত হতে পারবেন। এটি চাকরির বাজারে নিজের অবস্থান তৈরিতেও সাহায্য করবে।
বিএনকিউএফের কার্যক্রম সুষ্ঠুভাবে অগ্রসর হবে বলে অনুষ্ঠানে আশা প্রকাশ করেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াটলি, বাংলাদেশে নিযুক্ত আইএলওর কান্ট্রি ডিরেক্টর টুওমো পৌতি আইনেন প্রমুখ।