মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠাচ্ছে বোয়েসেল
রাজবাড়ীর সাইফুল ইসলাম কৃষিকাজ করতেন। সরকারি রিক্রুটিং এজেন্সি বোয়েসেলের মাধ্যমে মালয়েশিয়া যাচ্ছেন কাজ করতে। তিনি বলেন, মাসে ১৫ দিনের মতো কাজ থাকত না। সংসার চালানো কঠিন। তাই বিদেশে যেতে বোয়েসেলে আবেদন করেন। আগামীকাল শুক্রবার সকালে তাঁর ফ্লাইট। মালয়েশিয়া যেতে কোনো টাকা খরচ হয়নি তাঁর। বোয়েসেলের এই সেবা গরিব-অসহায়দের জন্য খুবই উপকারী।
সম্পূর্ণ বিনা অভিবাসন খরচে বোয়েসেলের মাধ্যমে মালয়েশিয়াগামী কর্মীদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে আজ বৃহস্পতিবার নিজের অভিজ্ঞতার কথা জানান সাইফুল। প্রবাসীকল্যাণ ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করে বোয়েসেল। এতে নিয়োগকর্তার খরচে মালয়েশিয়াগামী ৭৩ জন কর্মী অংশ নেন। এ কর্মীরা মাসে দেড় হাজার রিঙ্গিত (৩৭ হাজার ৫০০ টাকা) বেতন পাবেন। থাকার সুবিধা দেবে কোম্পানি।
এতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, অভিবাসন খরচ কমাতে কাজ করছে সরকার। একই সঙ্গে বিনা খরচে বিভিন্ন দেশে কর্মী পাঠাচ্ছে সরকারি প্রতিষ্ঠান বোয়েসেল। কর্মীদের বৈধ পথে প্রবাসী আয় পাঠাতে আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিন। তিনি বলেন, বেসরকারি খাতের এজেন্সির মাধ্যমে মালয়েশিয়া যেতে সর্বোচ্চ খরচ ৭৮ হাজার ৯৯০ টাকা বেঁধে দেওয়া হয়েছে। ৩১ মে পর্যন্ত মালয়েশিয়ায় কর্মী যাওয়ার সময় আছে। কেউ যেন নির্ধারিত টাকার বেশি কোনো এজেন্সিকে না দেন।
বোয়েসেল বলছে, বিনা অভিবাসন খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর সুযোগ পেয়েছিল বোয়েসেল। এর মধ্যে চাহিদা পেয়েছে ১ হাজার ৬৯৫ জনের। পাঠানো হয়েছে ১ হাজার ৩০৮ জন। ২০২২ সালের অক্টোবরে কর্মী পাঠানো শুরু হয়। ওই বছর পাঠানো হয় ৩৩১ জন। এরপর গত বছর গেছেন ৮৩৯ জন। এ বছর এখন পর্যন্ত গেছেন ১৩৮ জন। এরই ধারাবাহিকতায় শুক্রবার আরও ৭৩ জন যাচ্ছেন মালয়েশিয়ায়।
অনুষ্ঠানে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক হামিদুর রহমান বলেন, বিনা খরচে যাওয়া কর্মীদের নামেও এক হাজার টাকার প্রিমিয়াম যুক্ত হয়েছে। তাঁরা সবাই পাঁচ বছরের বিমাসুবিধা পাবেন। একই সঙ্গে কল্যাণ বোর্ডের অন্যান্য সহায়তাও বরাদ্দ আছে তাঁদের জন্য।
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মল্লিক আনোয়ার হোসেন বলেন, শুধু কর্মী পাঠানো পর্যন্তই নয়, এরপর নিয়মিত কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখে বোয়েসেল। চুক্তি অনুসারে কর্মীরা তিন বছর ঠিকঠাক কাজ করলে তাঁর পরিবারের অন্য কেউ একই কোম্পানিতে বিনা খরচে যেতে পারবেন।
প্রবাসীকল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মজিবুর রহমান বলেন, বিভিন্ন রিক্রুটিং এজেন্সি দিয়ে যাঁরা যাচ্ছেন, তাঁদের ৪ থেকে ৫ লাখ টাকা খরচ হচ্ছে। এরপরও বিভিন্ন ভোগান্তির কথা শোনা যায়। আর বোয়েসেল পাঠাচ্ছে কোনো খরচ না নিয়ে।
কর্মী সংগ্রহে দেশের বিভিন্ন এলাকায় চাকরি মেলার আয়োজন করেছিল বোয়েসেল। সংস্থাটির পক্ষ থেকে লিখিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাঠপর্যায় থেকে প্রান্তিক শ্রমজীবী ও কৃষিকাজে দক্ষ মানুষকে বিদেশে পাঠানোর জন্য নির্বাচন করা হয়েছে। এরপর কর্মীদের কাজের ধরন, মালয়েশিয়ার ভাষা ও সংস্কৃতি, বৈধ পথে প্রবাসী আয় পাঠানো এবং বিদেশে কর্মীদের দায়িত্ব-কর্তব্য নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।