ইউনিভার্সেল মেডিকেল ও পেট্রোবাংলার মধ্যে করপোরেট স্বাস্থ্য চুক্তি
ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) মধ্যে দ্বিপক্ষীয় করপোরেট স্বাস্থ্য চুক্তি হয়েছে। এখন থেকে পেট্রোবাংলার কর্মী ও তাঁদের পরিবারের এই হাসপাতালে বিশেষ ছাড়ে স্বাস্থ্যসেবা পাবেন।
গতকাল বৃহস্পতিবার এই চুক্তিতে যৌথভাবে স্বাক্ষর করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী ও পেট্রোবাংলার সচিব রুচিরা ইসলাম।
এই চুক্তির আওতায় পেট্রোবাংলার সব কর্মকর্তা, কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে এক্সিকিউটিভ হেলথ চেক-আপ, কার্ডিয়াক হেলথ চেক-আপ ও অন্যান্য স্বাস্থ্য পরীক্ষায় বিশেষ ছাড় পাবেন। পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে জরুরি স্বাস্থ্যসেবা পাবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট) এ কে এম সাহেদ হোসেন ও হেড অব করপোরেট নিতা চক্রবর্তী, সিনিয়র এক্সিকিউটিভ (করপোরেট বিজনেস ডেভেলপমেন্ট) আমিনুল ইসলাম এবং পেট্রোবাংলার মহাব্যবস্থাপক (পরিকল্পনা কৌশল ও রিসোর্সেস মোবিলাইজেশন) বিশ্বজিৎ সাহা ও উপমহাব্যবস্থাপক (মেডিকেল) আম্বিয়া খাতুন।