চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া ৩৫টি অস্ত্র উদ্ধার

চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা অস্ত্র। আজ সকালে পতেঙ্গা র‍্যাব ৭ এর কার্যালয়েছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে অভিযান চালিয়েছে র‍্যাব। আজ বুধবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিভিন্ন থানা থেকে লুট হওয়া ৩৫টি আগ্নেয়াস্ত্র ও ২৭৫টি গোলাবারুদ উদ্ধারের কথা জানায় র‍্যাব।

৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। এরপর চট্টগ্রামসহ সারা দেশে বিজয় মিছিলের সময় থানাগুলোয় লুটপাট চালায় দুর্বৃত্তরা। এ সময় অস্ত্র লুট হয়। চট্টগ্রামের ১২টি থানায় আগুন দেওয়ার পাশাপাশি লুটপাটও করা হয়।

র‍্যাব জানায়, ঘটনার পর থেকে বিভিন্ন এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়িয়ে দেয় র‍্যাব। এ ছাড়া সাধারণ জনগণও অস্ত্রের তথ্য দিয়ে সহায়তা করে। এর পরিপ্রেক্ষিতে ৩৫টি অস্ত্রসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্রের মধ্যে এসএমজি, চায়নিজ রাইফেল, রাইফেল, শটগান, পিস্তল ও গ্যাসগান রয়েছে।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. শরীফ-উল-আলম বলেন, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে এখনো কাজ চলছে। উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ চট্টগ্রাম নগর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।