সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১৭ ফেব্রুয়ারি, সোমবার। গতকাল রোববার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

নাহিদ আহ্বায়ক, সদস্যসচিব পদে আলোচনায় তিনজন

মো. নাহিদ ইসলাম
ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের নাম চূড়ান্ত হতে পারে চলতি সপ্তাহে। আর এ মাসের শেষ সপ্তাহে দলটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে দলটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন মো. নাহিদ ইসলাম।
বিস্তারিত পড়ুন...

পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন বাতিল

পাসপোর্ট
প্রতীকী ছবি

পাসপোর্ট দেওয়ার জন্য পুলিশ ভেরিফিকেশনের বিধান বাতিল করেছে সরকার। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, পাসপোর্ট পাওয়া নাগরিক অধিকার। প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেসসচিব ফয়েজ আহম্মদ গতকাল তাঁর ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানিয়েছেন।
বিস্তারিত পড়ুন...

অভ্যুত্থানের সরকার কেন সিন্ডিকেট ভাঙতে পারছে না

দেশে এখন ‘ভাঙাভাঙির’ পক্ষে-বিপক্ষে রাজনীতি চলছে; অথচ যা আসলেও ভেঙে ফেলা দরকার ছিল, সেই মাফিয়া সিন্ডিকেট নিয়ে রাজনীতির মাঠে ন্যূনতম কোনো আলাপও নেই। এই চক্রের আস্ফালনে দেশের সাধারণ মানুষ, কৃষক আর শ্রমিক কী ভীষণ নিদারুণ কষ্টের দিন পার করছেন।
বিস্তারিত পড়ুন...

বিদেশি নেতাদের সঙ্গে বৈঠকসহ কর্মস্থলে কেন সন্তানদের সঙ্গে নিয়ে যান ইলন মাস্ক

ওভাল অফিসে ছেলেকে নিয়ে যান ইলন মাস্ক
ফাইল ছবি: এএফপি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রযুক্তি ধনকুবের ও টেসলার সহপ্রতিষ্ঠাতা মাস্ককে তাঁর প্রশাসনের নবগঠিত গভর্নমেন্ট ইফিসিয়েন্সি বিভাগের দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্ব পাওয়ার পর থেকে ওয়াশিংটনের বিভিন্ন অনুষ্ঠানেও মাস্কের সঙ্গে তাঁর সন্তানদের দেখা যাচ্ছে।
বিস্তারিত পড়ুন ...

বিদ্রোহের অবসান, অনুশীলনে ফিরতে রাজি নারী ফুটবলাররা

গত ৩০ জানুয়ারি সংবাদ সম্মেলন করে কোচের বিরুদ্ধে বিদ্রোহের কথা জানিয়েছিলেন সাবিনা খাতুনরা।
প্রথম আলো

কোচ পিটার বাটলার থাকলে খেলবেন না বলে গণ-অবসরের হুমকি দেওয়া ফুটবলাররা নিজেদের অবস্থান থেকে সরে এসেছেন। তাঁরা বাটলারের অধীনই অনুশীলনে ফিরতে রাজি হয়েছেন বলে জানিয়েছেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার।
বিস্তারিত পড়ুন...