ধর্ষণ ও হত্যার পর কিশোরীর লাশ ফেলা হয় ডোবায়, তিনজনের মৃত্যুদণ্ড

ধর্ষণপ্রতীকী ছবি

তিন বছর আগে রাজধানীর অদূরে কেরানীগঞ্জে এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ধর্ষণ ও হত্যার পর ওই কিশোরীর লাশ ডোবায় ফেলে দেওয়া হয়।

ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪–এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান আজ মঙ্গলবার এ রায় দেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন ওই ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) এরশাদুল আলম।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামি হলেন মো. সজীব, মো. রাকিব ও শাওন। রায় ঘোষণার পর তাঁদের কারাগারে পাঠানো হয়।

পিপি এরশাদুল আলম প্রথম আলোকে বলেন, ২০২২ সালের ১১ জুন কেরানীগঞ্জের ওই কিশোরীকে অপহরণ করে ধর্ষণের পর হত্যা করেন আসামিরা। পরে লাশ একটি ডোবায় ফেলে রেখে যায়। পুলিশ গিয়ে কিশোরীর মরদেহ উদ্ধার করে।

এই মামলায় ২০২৩ সালে অভিযোগপত্র দেয় পুলিশ। পরের বছর আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। রাষ্ট্রপক্ষে ১৯ জন সাক্ষীকে আদালতে হাজির করা হয়।