আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে দুই সপ্তাহের ‘জুলাই রিভাইভস’ কর্মসূচি ঘোষণা
আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে দুই সপ্তাহের জন্য ‘জুলাই রিভাইভস’ কর্মসূচি ঘোষণা করেছে ‘গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন’ নামে শিক্ষার্থীদের একটি নতুন প্ল্যাটফর্ম। আজ রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করে তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সহসমন্বয়ক মুসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ। তিনি বলেন, ‘জুলাই গণহত্যার সাত মাস অতিবাহিত হয়ে যাওয়া সত্ত্বেও খুনিদের বিচারের ব্যাপারে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। খুনিরা বিভিন্ন স্থানে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, দেশে অরাজকতা সৃষ্টির উদ্দেশ্যে গোপনে সংগঠিত হচ্ছে, এমনকি ঝটিকা মিছিল করার মতো দুঃসাহসও দেখাচ্ছে।’
এ কর্মসূচির আওতায় আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে শহীদ ও আহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ, গণসংযোগ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্ল্যাটফর্মটির উদ্যোক্তারা। পাশাপাশি দাবি আদায়ের জন্য নাগরিক সমাজের ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ, অনলাইন-অফলাইন প্রচারণা, দেয়াললিখনের মাধ্যমেও প্রচারণা চালানো হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে মুসাদ্দেক আলী বলেন, সরকারের উপদেষ্টাসহ বিভিন্ন মহল থেকে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে, যা জুলাইয়ের শহীদ ও আহত ব্যক্তিদের রক্তের সঙ্গে বেইমানি। জুলাইয়ে আওয়ামী লীগের গণহত্যা শুধু দেশীয় নয়, জাতিসংঘ কর্তৃকও স্বীকৃত। শুধু জুলাই গণহত্যাই নয়, শাপলা গণহত্যা, পিলখানা হত্যাকাণ্ড, গুম-খুনসহ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার হাজারো কারণ রয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্ল্যাটফর্মের উদ্যোক্তাদের আরেকজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও সাবেক সহসমন্বয়ক এ বি যুবায়েরসহ অনেকে।