গৃহকর্মীকে নির্যাতনের মামলায় নারীর ৭ বছরের সশ্রম কারাদণ্ড

আদালত
প্রতীকী ছবি

গৃহকর্মীকে নির্যাতনের মামলায় এক নারীকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ চট্টগ্রামের বিচারক ফেরদৌস আরা এই রায় দেন। আসামি জামিনে গিয়ে পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন আদালত।

ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি খন্দকার আরিফুল আলম প্রথম আলোকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, আদালত আসামি খালেদা আক্তারকে (৫০) সাত বছরের সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন। আসামি জামিনে গিয়ে পলাতক। আদালত তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন।

আদালত সূত্র জানায়, ২৬ বছরের এক গৃহকর্মী নগরের পাঁচলাইশ থানার নাছিরাবাদ হাউজিং সোসাইটির ইলিজি হাউসে খালেদা আক্তারের বাসায় কাজ করতেন। নানা অজুহাতে খালেদা আক্তার তাঁকে মারধর করতেন। ২০১২ সালের ১১ ও ১২ এপ্রিল রুটি পুড়ে ফেলার অভিযোগে গৃহকর্মীকে বেদম মারধর করেন খালেদা। গুরুতর আহত অবস্থায় ১২ এপ্রিল গৃহকর্মীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরদিন এ ঘটনায় পাঁচলাইশ থানায় মামলা করেন ভুক্তভোগী। তদন্ত কর্মকর্তা ২০১২ সালের ২৬ জুন আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেন। পাঁচজনের সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।