শুভ সকাল। আজ ১৪ জানুয়ারি, মঙ্গলবার। গতকাল সোমবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য পদে সদ্য নিয়োগপ্রাপ্ত ছয় ব্যক্তির নিয়োগের আদেশ বাতিল করা হয়েছে। রাষ্ট্রপতির অনুমোদনক্রমে এই নিয়োগের আদেশ বাতিল করা হয়েছে। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।বিস্তারিত পড়ুন...
ভারত ও বাংলাদেশের সামরিক সম্পর্ক ও সহযোগিতা আগের মতোই আছে উল্লেখ করে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, দুই দেশের পারস্পরিক সার্বিক সম্পর্ক তখনই স্বাভাবিক হবে, যখন সে দেশে নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে। বিস্তারিত পড়ুন...
জেলা ও উপজেলা পর্যায়ের বেশ কয়েকজন উপজেলা কৃষি কর্মকর্তার সঙ্গে বিভিন্ন সময়ে আমার কথা হয়েছে। তাঁরা ইউএনও ও ডিসিদের ওপর বিন্দুমাত্র আস্থা রাখেন না। তাঁদের ওপর যে খবরদারি করেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা, তাঁরা একে জবরদস্তি মনে করেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও সিভিল সার্জনদের কাছে শুনেছি চরম বিরক্তির কথা। তাঁরা কিছুতেই ইউএনও-ডিসিদের কাছে যেতে চান না। তাঁদের অভিযোগও বিস্তর। বিস্তারিত পড়ুন...
পাঁচ দিন আগে যুক্তরাষ্ট্রের ‘প্যালিসেইডস’ দাবানলে সবকিছু হারিয়েছেন মায়া লিবারম্যান। মাথা গোঁজার ঠাঁইও নেই। এ পরিস্থিতিতে বাস করার জন্য একটি বাসা খুঁজে পেতে মরিয়া তিনি। কিন্তু অসাধু বাড়িওয়ালারা এই দুঃসময়ের সুযোগ নিচ্ছেন। তাঁরা বাড়িভাড়া বাড়িয়ে দিচ্ছেন। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন এলাকায় আকাশছোঁয়া বাড়িভাড়ার এমন চিত্র দেখা গেছে। বিস্তারিত পড়ুন...
বছরের শুরুতে আবার বিয়ের খবর প্রকাশ্যে এনে আলোচনায় আসেন তাহসান। মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে এই বিয়ে ঘিরে ছিল তুমুল আলোচনা। বিয়ের খবর প্রকাশ্যে আনার পরপরই তাহসান উড়াল দেন। ৭ জানুয়ারি মালদ্বীপে হানিমুনে গেলেও এত দিন তাহসান-রোজা কেউই কোনো ছবি প্রকাশ করেননি। গত রোববার দিবাগত রাতে তাহসানের স্ত্রী রোজা আহমেদ তাঁদের হানিমুনের কয়েকটি স্থিরচিত্র প্রকাশ করেছেন। বিস্তারিত পড়ুন...