নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ফরহাদ মজহার
নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। জ্বর–ঠান্ডা-কাশি ও শ্বাসকষ্টের সমস্যা প্রবল হওয়ায় আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় তাঁকে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক পরীক্ষায় ফরহাদ মজহারের নিউমোনিয়া ধরা পড়েছে।
ফরহাদ মজহারের পরিবার ও স্বজনদের সূত্রে জানা গেছে, তিনি গত ২৫ সেপ্টেম্বর চট্টগ্রামে একাধিক সেমিনারে যোগ দেন। এরপর ২৮ সেপ্টেম্বর নোয়াখালী সফরকালে তাঁর জ্বর ও কাশি শুরু হয়। ঢাকায় ফেরার পর থেকে তিনি জ্বর, কাশি ও শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁর শ্বাসকষ্ট বেড়ে যায়। আজ সকালে তাঁকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হয়।
৭৭ বছর বয়সী ফরহাদ মজহার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. শফিকুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। তাঁর স্বজন ও উবিনীগের পরিচালক সীমা দাস শিমু রাতে প্রথম আলোকে জানান, ফরহাদ মজহারের শারীরিক অবস্থা উন্নতির দিকে। চিকিৎসক তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন।