সকালেই পড়ুন আলোচিত যত খবর

শুভ সকাল। আজ ৭ জুন, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোয় প্রকাশিত কিছু খবর হয়তো আপনার নজর এড়িয়ে গেছে। তাই আজকের দিনটি শুরু করুন প্রথম আলো অনলাইনের আলোচিত কয়েকটি খবর পড়ে।

প্রয়োজনে জাতিসংঘের মধ্যস্থতায় বিএনপির সঙ্গে আলোচনা হতে পারে

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ১৪ দল আয়োজিত জনসভায় বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। ৬ জুন, ২০২৩, ঢাকা
ছবি: তানভীর আহাম্মেদ

প্রয়োজনে জাতিসংঘের মধ্যস্থতায় বিএনপির সঙ্গে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু। তিনি বলেছেন, সংবিধানের মধ্যে থেকে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে বিএনপিসহ সব রাজনৈতিক দলের জন্য আলোচনার দরজা খোলা আছে। বিস্তারিত পড়ুন:

২ সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে: নসরুল হামিদ

নসরুল হামিদ
ফাইল ছবি

চলমান লোডশেডিংয়ের কারণে সারা দেশে সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সোমবার আশাবাদ ব্যক্ত করেন, আগামী দুই সপ্তাহের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে। বিস্তারিত পড়ুন:

ভারত থেকে পেঁয়াজ আসছে ১৪–১৭ টাকা কেজিতে

পেঁয়াজ
ফাইল ছবি: প্রথম আলো

পেঁয়াজ আমদানির অনুমতির প্রথম দিন সোমবার দেশের তিনটি স্থলবন্দর দিয়ে ১ হাজার ৪০৭ টন পেঁয়াজ আমদানি হয়েছে। এসব পেঁয়াজ আমদানি হয়েছে গড়ে প্রায় সাড়ে ১৫ টাকায়। নয়জন ব্যবসায়ী প্রথম দিন এসব পেঁয়াজ আমদানি করেছেন। মঙ্গলবারও স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানির খবর পাওয়া গেছে। বিস্তারিত পড়ুন:

বলসোনারোর বিচার শুরু হচ্ছে ২২ জুন

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারো
ছবি: রয়টার্স

ক্ষমতার অপব্যবহার ও নির্বাচনী ব্যবস্থা নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর বিচার শুরু হচ্ছে। আগামী ২২ জুন দেশটির সর্বোচ্চ নির্বাচনী আদালতে তাঁর বিচার শুরু হবে। বিস্তারিত পড়ুন:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওপর চটেছেন শহীদ আফ্রিদি

পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি
ছবি : টুইটার

হাইব্রিড মডেল মানে এশিয়া কাপটা দুই ভেন্যুতে আয়োজন করতে চায় পিসিবি। ভারত পাকিস্তানে খেলতে যেতে চায় না বলে তাদের সব ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরাতে। আর অন্য দলগুলোর ম্যাচ হবে পাকিস্তানে। এসএলসি ও বিসিবি নাকি বলেছে, সেপ্টেম্বরে আরব আমিরাতের যে আবহাওয়া থাকে, সেখানে তখন খেলা সম্ভব নয়। এসএলসি ও বিসিবির এমন ‘অজুহাতে’ বেজায় চটেছেন শহীদ আফ্রিদি। একটি টেলিভিশন চ্যানেলে পাকিস্তানের সাবেক অধিনায়ক বলেছেন, ‘পেশাদার ক্রিকেটার হলে আবহাওয়ার ওপর নির্ভর করে খেলতে পারেন না আপনি।’  বিস্তারিত পড়ুন: